Facebook Friend Request: ফেসবুকে (Facebook) প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রোফাইল মাঝে মাঝে একটু উঁকিঝুঁকি (Facebook Stalking) মেরে দেখে থাকেন অনেকেই। কিংবা এমন কারও প্রোফাইল এভাবে দেখা হয়, যাঁর সঙ্গে হয়তো আপনার তুমুল ঝগড়া হয়েছে। একেবারে মুখ দেখাদেখি বন্ধ। এদিকে তাঁর জীবনে কী ঘটছে তা জানতে আপনি বেশ আগ্রহী। সেক্ষেত্রে প্রোফাইল স্টক করে থাকেন অনেকেই। কিন্তু সম্প্রতি ফেসবুকে দেখা দিয়েছিল এক সাংঘাতিক গন্ডগোল। আপনি কারও প্রোফাইল খুলে দেখলেই সেখানে চলে যাচ্ছিল ফ্রেন্ড রিকোয়েস্ট, একদম আপনাআপনি। ইউজাররা ফেসবুকের এই সমস্যার ব্যাপারে কিছুই জানতে পারেননি প্রথমে। পরে একাধিক ইউজার এই প্রসঙ্গে ফেসবুকে অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। ট্যুইটারেও ক্ষোভ উগরে দিয়েছিলেন ফেসবুক ইউজাররা। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ইউজারদের এ হেন অসুবিধা তৈরি হওয়ার জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে মেটা কর্তৃপক্ষ। সেই সঙ্গে তারা জানিয়েছে, একটি bug এই সমস্যার সৃষ্টি করেছিল। সেটি খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 


ফেসবুকে প্রতারণা


এবার ফেসবুকে চলে এসেছে 'ফেক ভেরিফায়েড অ্যাকাউন্ট'। ব্লু-টিক দেওয়া এইধরনের অ্যাকাউন্ট থেকে আসতে পারে বার্তা। একবার স্ক্যামার বা প্রতারকদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। আপনিও যদি ফেসবুকে অজানা ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা পান, তাহলে আপনাকে অবিলম্বে সতর্ক হতে হবে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। আসলে জাল ভেরিফায়েড প্রোফাইল সম্পর্কিত একটি কেলেঙ্কারি সম্প্রতি সামনে এসেছে। এখন এই ধরনের বেশকিছু মামলা সামনে আসছে। এখন আমরা যখন ফেক ভেরিফায়েড প্রোফাইলের নাম শুনি, তখন সবার আগে যে প্রশ্নটি আসে তা হল ফেইক অ্যাকাউন্টে ভেরিফাইড বা ব্লুটিক কেন? 


ফেসবুক কেন ভুয়ো প্রোফাইল ভেরিফায়েড বলছে ?


দেখুন টুইটার প্যাড ব্লু টিক অফার করছে, তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ব্লু টিক দেওয়ার জন্য পুরনো নিয়মই চালাচ্ছে। এর অর্থ হল, যেকেউ যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে তার প্রোফাইল যাচাই করতে চায়, তবে তাকে তার আইডি কার্ডের সঙ্গে একাধিক লিঙ্ক শেয়ার করতে হবে। মেটা এখন প্যাড ব্লু টিক পরীক্ষা করছে। এটি বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। এখন এটা সম্ভব যে স্ক্যামাররা একটি ভেরিফায়েড প্রোফাইল হ্যাক করেছে। যেখানে প্রোফাইল ছবি ও ব্যবহারকারীর নাম পরিবর্তন করে করা হচ্ছে এই কাজ।


আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের ডায়েটে থাকুক এই পাঁচটি ড্রাই-ফ্রুটস এবং নাটস