কলকাতা: কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে? মেসেজ পাঠিয়েও ফেলেছেন ? বিভিন্ন অ্যাপেই এডিট অপশন থাকে এখন। ফলে এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়। কিন্তু ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের জেরেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো। টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলিতে ছিল না। হোয়াটসঅ্যাপেও খুব সম্প্রতি সেই বিকল্প আনা হয়েছে। এর পর হোয়াটসঅ্যাপের মতোই ফেসবুকেও চলে এল এডিটের নতুন ফিচার‌ (Facebook Messenger Edit Feature)। 


কীভাবে, কতক্ষণ ও কবার এডিট করা যাবে? 


কীভাবে, কতক্ষণ ও কবার মেসেজ এডিট করা যাবে তা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।



  • মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে।

  • একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। তার পর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন।

  • ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।

  • মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে রাখতে হবে। 

  • তাহলেই একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই থাকবে এডিট অপশনটি।

  • এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে।

  • শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ। 


কারা এই এডিটের সুবিধা পাবেন ?


অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস যারা ব্যবহার করেন, তারাই আপাতত এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে মেটা। 


মেসেজ এডিটের সুবিধা পেতে কী করতে হবে ?


মেসেজ এডিটের ফিচারটি অটো এনাবল হবে না। তাই এর জন্য মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করতে হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সন আপডেট করে নিলেও এডিট ফিচার এনাবল হয়ে যাবে। এর পর দরকার অনুযায়ী মেসেজ এডিট করা যাবে।


আরও পড়ুন - Health Research: থ্রিডি প্রিন্টার দিয়ে মানুষের কান ! চিকিৎসাবিজ্ঞানের বড় সাফল্য