Facebook Parent Meta Layoffs 2023: বিশ্ব মন্দার আবহে কর্মী ছাঁটাই চিন্তা বাড়াচ্ছে কর্মস্থলে। দেশজুড়ে বড় বড় কোম্পানি থেকে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া থামার নামই নিচ্ছে না। এবার ফেসবুকের মূল কোম্পানি মেটা সংক্রান্ত বড় খবর সামনে আসছে। মেটা আবারও সারা বিশ্বে বৃহৎ পরিসরে ছাঁটাইয়ের (Tech Layoffs 2023) পরিকল্পনা করছে।
Meta Layoffs: চাকরি যাবে হাজার হাজার কর্মীর
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাতে কয়েক দিনের মধ্যে কর্মী ছাঁটাই দেখা যেতে পারে। ইকোনমিক টাইমসের মতে, Facebook-এর প্যারেন্ট কোম্পানি Meta কর্মী কমানোর পথে হাঁটছে। এর সঙ্গে কোম্পানিটি চাকরি ছাঁটাইয়ের একটি নতুন রাউন্ডের পরিকল্পনা করছে, যা হাজার হাজার কর্মচারীর জীবন জীবিকাকে প্রভাবিত করতে পারে।
Facebook Parent Meta Layoffs 2023: খারাপ কর্মীদের রেটিং
সম্প্রতি মেটা তার হাজার হাজার কর্মীকে কর্মক্ষমতার ভিত্তিতে খারাপ রেটিং দিয়েছে। ৭০০০- এরও বেশি কর্মচারীকে সাদামাটা রেটিং দিয়েছে কোম্পানি। এর পাশাপাশি বোনাস দেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে কোম্পানি। এই কারণগুলির দিকে তাকিয়ে অনুমান করা হচ্ছে , মেটাতে শীঘ্রই একটি বড় ছাঁটাই প্রক্রিয়া চলতে পারে।
Tech Layoffs: ইতিমধ্য়েই বড় সিদ্ধান্ত
মেটা ইতিমধ্যেই কোম্পনির কিছু কর্মীকে সরাসরি কিছু না জানিয়েই বড় পদ থেকে নিচে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। চলতি বছরে কোম্পানি ইতিমধ্যেই তার ১৩ শতাংশ কর্মী অর্থাৎ ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছিল।
Twitter Layoffs: এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। গত বছর অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থার সিইও পদে আসীন হয়েছেন তিনি। তারপর থেকেই এই কোম্পানিতে শুরু হয়েছে ব্যাপকহারে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের জন্যও একাধিক বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হয়েছে ট্যুইটার সংস্থায়।
ফেব্রুয়ারিতে ট্যুইটারে কর্মী ছাঁটাই
সূত্রের খবর, গত সপ্তাহেও বেশ কিছু সংখ্যক কর্মীকে পিঙ্ক স্লিপ ধরিয়েছে সংস্থা। মূলত সেলস এবং মার্কেটিং টিমের কর্মীদেরই এই পিঙ্ক স্লিপ ধরানো হয়েছে। নির্দিষ্ট কত সংখ্যক কর্মীকে এই পিঙ্ক স্লিপ ধরানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, জানুয়ারি মাসে সেলস এবং মার্কেটিং বিভাগ থেকে প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। ভারতীয় বেল্টে কত কর্মী ছাঁটাই হয়েছেন তার নিশ্চিত সংখ্যাও জানা যায়নি।
আরও পড়ুন : RBI Rate Hike: ফের ঋণের ওপর সুদের বোঝা বাড়তে পারে, এই সিদ্ধান্ত নিতে পারে RBI