Tech News: এবার ফেসবুকে চলে এসেছে 'ফেক ভেরিফায়েড অ্যাকাউন্ট'। ব্লু-টিক দেওয়া এইধরনের অ্যাকাউন্ট থেকে আসতে বার্তা। একবার স্ক্যামার বা প্রতারকদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট।
আপনিও যদি ফেসবুকে অজানা ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা পান, তাহলে আপনাকে অবিলম্বে সতর্ক হতে হবে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। আসলে জাল ভেরিফায়েড প্রোফাইল সম্পর্কিত একটি কেলেঙ্কারি সম্প্রতি সামনে এসেছে। এখন এই ধরনের বেশকিছু মামলা সামনে আসছে। এখন আমরা যখন ফেক ভেরিফায়েড প্রোফাইলের নাম শুনি, তখন সবার আগে যে প্রশ্নটি আসে তা হল ফেইক অ্যাকাউন্টে ভেরিফাইড বা ব্লুটিক কেন?
ফেসবুক কেন ভুয়ো প্রোফাইল ভেরিফায়েড বলছে ?
দেখুন টুইটার প্যাড ব্লু টিক অফার করছে, তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ব্লু টিক দেওয়ার জন্য পুরনো নিয়মই চালাচ্ছে। এর অর্থ হল, যেকেউ যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে তার প্রোফাইল যাচাই করতে চায়, তবে তাকে তার আইডি কার্ডের সঙ্গে একাধিক লিঙ্ক শেয়ার করতে হবে। মেটা এখন প্যাড ব্লু টিক পরীক্ষা করছে। এটি বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। এখন এটা সম্ভব যে স্ক্যামাররা একটি ভেরিফায়েড প্রোফাইল হ্যাক করেছে। যেখানে প্রোফাইল ছবি ও ব্যবহারকারীর নাম পরিবর্তন করে করা হচ্ছে এই কাজ।
সোশ্যাল মিডিয়ায় বিশেষজ্ঞ ধরে ফেলেছে এই ফাঁদ
সম্প্রতি সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা একটি জাল প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যাতে একটি নীল টিক রয়েছে। ম্যাট নাভারা মেটাকে জিজ্ঞাসা করেছেন, কীভাবে মেটা এমন প্রোফাইল যাচাই করতে পারে ? কীভাবে এই ধরনের ভুয়ো প্রোফাইলে বিজ্ঞাপন চলছে?
গুরুত্বপূর্ণ বিষয় হল, স্ক্যামাররা নিজেদেরকে মেটার অফিসিয়াল পেজ হিসেবে দেখিয়েছে। এই জাল ভেরিফায়েড প্রোফাইলটি তাদের ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরি করার জন্য এতে একটি সন্দেহজনক লিঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাচ্ছে স্ক্যামাররা। নিরাপত্তা সমস্যার অজুহাত দেখিয়ে এরপরই লিঙ্কটিতে ক্লিক করতে বলা হচ্ছে।
পোস্টে অনেক লাইক ও কমেন্ট এসেছে
স্ক্রিনশটটিও দেখায় যে পোস্টটিতে প্রায় 950টি প্রতিক্রিয়া ও 140 টিরও বেশি মন্তব্য রয়েছে৷ এটি 92 বার শেয়ার করা হয়েছে। প্রোফাইল এবং পোস্ট খুব বাস্তব দেখাচ্ছে। আপনিও যদি এই ধরনের পোস্ট দেখে থাকেন, তাহলে আপনার উচিত যেকোনও মূল্যে সেগুলি এড়িয়ে চলা। এটি একটি প্রতারণার বিজ্ঞাপন যা ব্যবহারকারীদের ম্যালওয়্যার দিয়ে আক্রমণ করার জন্য তৈরি করা হচ্ছে৷