Whatsapp Features: ইউজারদের সুবিধার্থে মাঝে মাঝেই নতুন ফিচার লঞ্চ করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জানা গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে ৫টি নতুন ফিচার (Whatsapp Features) যুক্ত হতে চলেছে। মূলত ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্যই মেটা (Meta) অধিকৃত এই সংস্থা বিভিন্ন ফিচার চালু করে। এবার দেখে নেওয়া যাক আগামী দিনে হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার চালু হওয়ার কথা বলা হচ্ছে। 


মেসেজ পাঠানোর পর এডিট- হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিটের অপশন আসতে চলেছে। ট্যুইটারে ইতিমধ্যেই এই এডিট ফিচার চালু হয়েছে। এবার পালা হোয়াটসঅ্যাপের। WabetaInfo সূত্রে খবর, এডিট বাটন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিটের অপশন পাবেন ইউজাররা। কবে এই ফিচার চালু হবে তা এখনও জানা যায়নি।


হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি- হোয়াটসঅ্যাপের গ্রুপে কতজন সদস্য থাকতে পারবেন সেই সংখ্যা বর্তমানের তুলনায় বাড়ানোর পরিকল্পনায় রয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে একটি হোয়াটসঅ্যাপ গ্রপে ৫১২ জন সদস্য থাকতে পারেন। তবে মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের গ্রুপে ১০২৪ জন সদস্য আগামী দিনে যুক্ত হতে পারবেন বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই ফিচার চালু হবে। তারা আগে চলতি সপ্তাহে এই ফিচারের বিটা টেস্টিং শুরু হওয়ার কথা রয়েছে। অনুমান, এই ফিচার চালু হলে টেলিগ্রামের সঙ্গে জোরকদমে পাল্লা দেবে হোয়াটসঅ্যাপ। 


ক্যাপশন সমেত ডকুমেন্ট শেয়ার- আগামীদিনে হোয়াটসঅ্যাপে এমন ফিচার চালু হতে চলেছে যেখানে ফটো, ভিডিও এবং জিফ ফাইল ক্যাপশনের সঙ্গে পাঠানো সম্ভব হবে। তবে আপাতত খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে এমন ফিচার আসতে চলেছে যেখানে ডকুমেন্ট পাঠানো যাবে ক্যাপশন সমেত। এর ফলে ইউজারদের সার্চ করার ক্ষেত্রে সুবিধা হবে। 


ভিউ ওয়ান্স মেসেজে বন্ধ স্ক্রিনশট- হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তার জন্য ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বর্তমানে কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। অনুমান, খুব দ্রুত এই ফিচারের সুবিধা সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হবে। 


হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন- মূলত হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে চালু হতে চলেছে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল। নির্দিষ্ট বিজনেস অ্যাকাউন্টের জন্য হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই ফিচার চালু হবে অপশনাল হিসেবে। আপাতত অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা ইউজারদের (নির্দিষ্ট সংখ্যক) ক্ষেত্রে এই ফিচার উপলব্ধ হয়েছে।