Flipkart Big Billion Days Sale 2023: একইদিনে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Amazon Great Indian Festivals 2023) এবং ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল (Flipkart Big Billion Days Sale 2023)। ৮ অক্টোবর এই দুই ই-কমার্স সংস্থাতেই সেল শুরু হবে। অ্যামাজনের সেল কবে শেষ হবে তা জানা যায়নি। তবে ফ্লিপকার্টের সেল চলবে ৮ দিন ধরে। অর্থাৎ শেষ হবে ১৫ অক্টোবর। অন্যান্য বারের মতোই ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা সেল শুরুর ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটা করার সুযোগ পাবেন। 


ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩- এ কোন কোন প্রোডাক্টের দামে ছাড় থাকতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক


মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাডস এবং স্মার্ট টিভির দামে থাকবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট। নতুন প্রোডাক্ট লঞ্চও হবে ফ্লিপকার্টের এই সেলে। আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক- এইসবের কার্ড থাকলে এবং তা দিয়ে কেনাকাটা করা হলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ইএমআই ট্রানজাকশন হলেও পাওয়া যাবে ছাড়। পেটিএমের ক্ষেত্রেও অফার পাবেন ক্রেতারা। অ্যাপেল, আইকিউওও, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি এবং শাওমি সংস্থার ফোনের দামে থাকবে ছাড়। 


কোন কোন ফোনের দাম ফ্লিপকার্টের এই সেলে কমবে, দেখে নেওয়া যাক


মোটো জি৫৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি, রিয়েলমি সি৫১, রিয়েলমি ১১৫জি, রিয়েলমি ১১এক্স ৫জি, ইনফিনিক্ষ জিরো ৩০ ৫জি, মোটো জি৮৪ ৫জি, ভিভো ভি২৯ই, পোকো এম৬ প্রো ৫জি ফোনের দামে থাকবে ছাড়। অর্থাৎ দাম কমবে। এছাড়াও আইফোন ১৪ সিরিজ, আইফোন ১৩ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের দামও কমতে পারে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে।  


নতুন লঞ্চ হওয়া মোটো এজ ৪০ নিও, ভিভো টি২ প্রো ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশনের ফোনের বিক্রি প্রথমবার শুরু হবে ফ্লিপকার্টের এই সেলে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ভি২৯ সিরিজ ভারতে লঞ্চ হবে ৪ অক্টোবর। অনুমান এই স্মার্টফোন সিরিজের বিক্রি শুরু হতে পারে ফ্লিপকার্টের সেলে। আসল দামের থেকে কিছুটা কম দামে বিক্রি হতেও পারে। 


Vivo V29 Series: ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ সিরিজ (Vivo V29 Series)। জানা গিয়েছে, ৪ অক্টোবর এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। ভিভো ভি২৯ ৫জি (Vivo V20 5G) গ্লোবাল মার্কেটে এবছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল। অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো একই মডেল ভারতেও লঞ্চ হবে। এর সঙ্গে থাকবে ভিভো ভি২৯ প্রো ৫জি (Vivo V29 Pro 5G) ফোন। অনলাইন এবং অফলাইনে, দু'ভাবেই এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কবে শুরু হতে চলেছে? কী কী সুবিধা থাকছে ক্রেতাদের জন্য?