Flipkart Sale: দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। ক্রমশ দিন এগিয়ে আসছে নবরাত্রিরও। তারপরেই আবার দীপাবলি। উৎসবের এই মরশুমে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল ২০২৩ (Flipkart Big Billion Day Sale 2023)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই এই সেল শুরু হবে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের এই সেলে আইসিআইসিআই, অ্যাক্সিস এবং কোটাক ব্যাঙ্কের গ্রাহকরা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করলে। ইএমআই লেনদেনেও থাকবে অফার। পেটিএমের মাধ্যমে জিনিস কিনলেও থাকবে ছাড়। বিভিন্ন ক্যাটেগরির জিনিসের দামে থাকতে চলেছে আকর্ষণীয় অফার। এর পাশাপাশি লঞ্চও হবে নতুন জিনিস। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা সব সময়ের মতোই আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। জানা গিয়েছে, ফ্লিপকার্টের আসন্ন বিগ বিয়ন ডে সেল ২০২৩- এ অ্যাপেলের আইফোন, ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি এবং শাওমির ফোনের দামে থাকবে ছাড়। 


ফ্লিপকার্ট ইতিমধ্যেই তাদের বিগ বিলিয়ন ডে সেল ২০২৩ আসছে এই ঘোষণার জন্য একটি পেজ প্রকাশ করেছে। মাইক্রোসাইটের ওই পেজে ই-কমার্স কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি পেটিএমের মাধ্যমে কেনাকাটা করলেও ক্রেতারা পেটিএম, ইউপিআই এবং ওয়ালেট ট্রানজাকশনের ক্ষেত্রে সাশ্রয়ের সুযোগ পাবেন। ফ্লিপকার্ট পে লেটারের ফিচারের ব্যবহারও করতে পারবেন ক্রেতারা। এছাড়াও থাকবে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার- এইসব সুবিধা। 


কোন কোন ফোনের দামে ছাড় থাকবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৩- এ



  • অ্যাপেল, স্যামসাং, গুগল, রিয়েলমি, ওপ্পো, শাওমি, নাথিং, ভিভো এইসব সংস্থার ফোনের দামে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে ফ্লিপকার্টে এই সেলে।

  • মোটো জি৫৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি, রিয়েলমি সি৫১, রিয়েলমি ১১ ৫জি, রিয়েলমি ১১এক্স ৫জি, ইনিফিনিক্স জিরো ৩০ ৫জি, মোটো জি৮৪ ৫জি, ভিভো ভি২৯এ, পোকো এম৬ প্রো ৫জি- এইসব ফোনের দাম কমবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে। 

  • আইফোন ১৪ এবং আইফোন ১৩- এই দুই আইফোন সিরিজের দাম কমতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা- এই ফ্ল্যাগশিপ ফোন সমস্ত ব্যঙ্ক অফার সমেত এই সেলে পাওয়া যাবে ৯২ হাজার টাকায়। 

  • গুগল পিক্সেল ৭ সিরিজ এবং গুগল পিক্সেল ৬ সিরিজের ক্ষেত্রেও ফোনের দামে ছাড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

  • জানা গিয়েছে, ফ্লিপকার্টের তরফে আইফোন সংক্রান্ত ডিল প্রকাশ্যে আসবে ১ অক্টোবর। স্যামসাং স্মার্টফোনের ডিল প্রকাশ হবে ৩ অক্টোবর। শাওমির ক্ষেত্রে ৭ অক্টোবর এবং গুগল পিক্সেল ফোনের ক্ষেত্রে ৫ অক্টোবর। 


আরও পড়ুন- শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, কোন কোন ফোনের দাম ছাড় থাকবে এই সেলে?