Twitter: ৮০০০ থেকে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ১৫০০- তে! ট্যুইটারে (Twitter) বর্তমানে পরিস্থিতি এমনই। টোটাল ওয়ার্ক ফোর্সের ৮০ শতাংশ ছাঁটাই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, ২০২২ সাল অর্থাৎ গতবছর অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের নতুন মালিক হয়েছিলেন এলন মাস্ক (elon Musk)। সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন তিনি। বলা যায়, গতবছর থেকে বিশ্বজুড়ে যে কর্মী ছাঁটাইয়ের হিড়িক শুরু হয়েছিল তার আরম্ভ হয়েছিল ট্যুইটারের হাত ধরেই। প্রথম সারির তাবড় আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মী, খরচ নিয়ন্ত্রণের নামে ছেঁটে ফেলা হয়েছে সবস্তরের কর্মীদের। এখনও আতঙ্কে রয়েছেন কর্মীরা। একাধিক অফিস বন্ধ করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এমনকি ট্যুইটারের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ভারতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলন মাস্ক নিজেই জানিয়েছেন যে ট্যুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে দেড় হাজারে এসে ঠেকেছে। মোট ওয়ার্ক ফোর্সের ৮০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। 


ট্যুইটার থেকে সরে যাচ্ছে ব্লু টিক


এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর একটা বড় পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েছে। টাকার বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন নিতে পারবেন যেকোনও ইউজার। আগামী ২০ এপ্রিল থেকে সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে যাচ্ছে। কেবলমাত্র টাকা দিলেই ব্লু টিক সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।


২০ এপ্রিল থেকে নীল টিক চেকমার্ক সহ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে নীল টিকটি সরানো হবে। যদিও কোম্পানির তরফে জানানো হয়েছে. কেবল যারা টুইটার ব্লু-এর সদস্য তারাই এটি রাখতে পারবেন। আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক ধরে রাখতে চান, তাহলে আপনাকে টুইটার ব্লু-এর সদস্যপদ নিতে হবে।


২০০৯ সালে টুইটারে নীল টিক চিহ্ন দেওয়া শুরু করে। এর মাধ্যমে রাজনৈতিক নেতা, সেলিব্রিটিদের ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক দেওয়া শুরু হয়। আগে ব্লু টিক এর জন্য চার্জ নেয়নি কোম্পানি। যদিও এলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকেই এই পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করেন।


কয়েকদিন আগে আচমকাই বদলে গিয়েছিল ট্যুইটারের লোগো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা জানিয়েছিলেন যে ব্লু বার্ডের পরিবর্তে দেখা যাচ্ছে Dogecoin লোগো। বিগত ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। আচমকা সেই লোগোর পরিবর্তন হয়ে যাওয়ায় বিভ্রান্তিতে পড়েছিলেন ইউজাররা। তবে এবার ব্লু বার্ড লোগো ফিরে আসায় স্বস্তি পেয়েছেন সকলে।