Fujifilm X-T30 II: এবার ডিজিটাল ক্যামেরায় যুগান্তকারী আবিষ্কার। জাপানি 'টেক জায়ান্ট' নিয়ে এল 'মিররলেস ক্যামেরা'। Fujifilm X-T30 II এল ভারতে।


Fujifilm Camera: দেশে দুটি ক্যামেরা কিট অপশনে লঞ্চ করা হয়েছে Fujifilm X-T30 II। ৮৮,৯৯৯ টাকায় এই ক্যামেরার কেবল বডি পাবেন আপনি। সেখানে ১৮-৫৫ এমএম আলাদা কিট নিতে গেলে খরচ হবে ১২৪,৯৯৯টাকা। পাশাপাশি ১৫-৪৫এমএম-এর বডি কিটের জন্য দিতে হবে ৯৯,৯৯৯টাকা। ক্যামেরার ক্ষেত্রে দুটি রং এনেছে কোম্পানি। সেক্ষেত্রে ব্ল্যাক ও সিলভারে দেখতে পাবেন ক্যামেরা।


Fujifilm X-T30 II: বর্তমানে ক্যামেরাপ্রেমীদের জন্য কেবল ১৮-৫৫ এমএম কিট সহ ক্যামেরা কেনা যাচ্ছে। তবে এখনই বাজারে আনা হচ্ছে না ১৫-৪৫এমএম-এর বডি কিট। আগামী এপ্রিল মাস থেকে এই কিট কিনতে পাবেন ক্রেতারা। সেই ক্ষেত্রে দুটোর রঙের পাশাপাশি দুটি বডি কিট কিনতে পাওয়া যাবে। 


Fujifilm Camera: নতুন ক্যামেরা প্রসঙ্গে ফুজিফিল্ম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কোজি ওয়াদা বলেন, “বিশ্বব্যাপী চালু হওয়া X-T30 II-এর মাধ্যমে আমরা ফটোগ্রাফি জগতে বিপ্লব ঘটাতে চলেছি। এই ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তি ছাড়াও স্মার্ট সমাধানের ব্যবস্থা রয়েছে। তিনি আরও জানান, তাদের কোম্পানি ফটোগ্রাফির জগতে উদ্ভাবনের নিরন্তর পরিবর্তন করে চলেছে। যাতে আদতে উপকৃত হবেন ক্রেতা।


Fujifilm X-T30 II: ফুজিফিল্মের  X Series মডেলের সাম্প্রতিক ভ্যারিয়েন্ট এই ক্যামেরা। 'মিররলেস' এই ক্যামেরা প্রযুক্তির মধ্যে অনেক ফিচার রয়েছে। সবথেকে বড় বিষয় দৌড়ঝাপের দুনিয়ায় ছোটখাটো বডিতে দুর্দান্ত প্রযুক্তির হালকা ক্যামেরা তৈরি করেছে ফুজিফিল্ম।


X-T30 II এর পূর্বসূরি X-T30 এর মতো একই সফ্টওয়্যার ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। এর লক্ষ্য হল AF গতি নির্ভুলতার মাধ্যমে ছবির গুণমান তুলে ধরা। এর পিছনের প্যানেলে একটি হাই-রেজোলিউশনের 1.62-মিলিয়ন-ডট এলসিডি মনিটর ব্যবহার করা হয়েছে  ক্যামেরায়। হার্ডওয়্যারের ক্ষেত্রেও আরও উন্নত হয়েছে এই ক্যামেরা। উচ্চ-মানের ছবির পাশাপাশি 4K/30p ভিডিয়ো শুটিংয়ের ক্ষমতা রয়েছে ক্যামেরা।