কলকাতা: শিক্ষক এবং পড়ুয়াদের জন্য সুখবর দিল মার্কিন টেক অ্যাপেল (Apple)। চালু হয়েছে তাদের নতুন ‘ব্যাক টু স্কুল’ সেল (Apple Back to School 2022 Sale)। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপেলের এই সেল চলবে। অ্যাপেলের একগুচ্ছ প্রোডাক্টে (Apple Devices) দুর্দান্ত ছাড় রয়েছে এই সেলে। মূলত আইপ্যাড এবং ম্যাক ডিভাইসেই থাকছে ছাড়। অ্যাপেল স্টোর অনলাইন থেকে এই সমস্ত ডিভাইসে ছাড় পাবেন ক্রেতারা। ফ্রি এয়ারপ্যাড পাওয়ার সুযোগও থাকছে। সেই সঙ্গে এইসব এয়ারপডে ৬ মাসের জন্য অ্যাপেল মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশনও পেতে পারেন গ্রাহকরা। ২৪ জুন শুক্রবার অ্যাপেলের এই সেল চালু হয়েছে। তিনমাস ধরে চলবে এই অফার।


অ্যাপেল ব্যাক টু স্কুল ২০২২ সেল- কোন ডিভাইসে কত ছাড়


এই অফারে ক্রেতারা ফ্রি অ্যাপেল এয়ারপডস জেন ২ থেকে এয়ারপডস জেন ৩- তে ডিভাইস আপগ্রেড করতে পারবেন। ৬৪০০ টাকা দিতে হবে এর জন্য। এর পাশাপাশি এয়ারপডস প্রো কিনতে পারবেন অতিরিক্ত ১২,২০০ টাকার বিনিময়ে।


অ্যাপেল আইপ্যাড এয়ার- ২০২২ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছে এই ডিভাইস। বর্তমানে এই অ্যাপেল ডিভাইসের দাম ৫০,৭৮০ টাকা। তবে লঞ্চের সময় এই ডিভাইসের দাম ছিল ৫৪,৯০০ টাকা।


অ্যাপেল আইপ্যাড প্রো- লঞ্চের সময় অ্যাপেল আইপ্যাড প্রো- এর দাম ছিল ৭১,৯০০ টাকা। অ্যাপেলের ব্যাক টু স্কুল অফারে ছাড় পেয়ে এই ডিভাইসের দাম হয়েছে ৬৮,৩০০ টাকা।


অ্যাপেল ম্যাকবুক প্রো- এখানে মোট তিনটি অ্যাপেল ম্যাকবুক প্রো রয়েছে। এর মধ্যে ম্যাকবুক প্রো ১৩-র দাম ছাড় পাওয়ার পর হয়েছে ১,০৯,৯০০ টাকা। ম্যাকবুক প্রো ১৪-র ছাড়প্রাপ্ত দাম ১,৭৫,৪১০ টাকা। এছাড়াও ম্যাকবুক প্রো ১৬-র দাম অ্যাপেলের নতুন সেলে ২,১৫,৯১০ টাকা।


অ্যাপেল ম্যাকবুক এয়ার- এখানেও রয়েছে মোট দু’টি ডিভাইস। একটি হল ম্যাকবুক এয়ার এম১। এই ডিভাইসে ছাড় যুক্ত হওয়ার পর দাম হয়েছে ৮৯,৯০০ টাকা। এর আসল দাম ৯৯,৯০০ টাকা। অন্যদিকে ম্যাকবুক এয়ার এম২- এর ছাড়প্রাপ্ত দাম ১,০৯,৯০০ টাকা। এই ল্যাপটপের আসল দাম ১,১৯,৯০০ টাকা।


অ্যাপেল আইম্যাক ২৪ ইঞ্চি- বর্তমানে অ্যাপেলের এই ডিভাইসের দাম ১,০৭,৯১০ টাকা। এর আসল দাম ১,১৯,৯০০ টাকা।


আরও পড়ুন- একলাফে ৯,০০০ টাকা দাম কমল স্যামসাংয়ের এই ৫জি ফোনের