কলকাতা: ভারতে একলাফে ৯০০০ টাকা দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি (Samsung Galaxy M52 5G) ফোনের। গত বছর এই ফোন লঞ্চ হয়েছে ২৯,৯৯৯ টাকায়। বর্তমানে তা পাওয়া যাচ্ছে ২০,৯৯৯ টাকায়। এছাড়াও রয়েছে অন্যান্য অনেক অফার। দেখে নিন ঠিক কতটা কমে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের (Samsung Galaxy M Series Smartphone) এই ৫জি ফোন (5G Phone) আপনি এখন কিনতে পারবেন। সেই সঙ্গে দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।


বর্তমানে ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের দাম


নির্দিষ্ট সময়ের জন্যই স্যামসাংয়ের এই ফোনের দাম কমেছে দেশে। হিসেব বলছে আসল দামের থেকে প্রায় ৩০ শতাংশ দাম কমেছে এই ৫জি ফোনের। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ২০,৯৯৯ টাকা। শুধুমাত্র রিলায়েন্স ডিজিটালে এই অফার পাওয়া যাবে, তাও আবার নির্দিষ্ট সময়ের জন্য। তবে এই দুর্দান্ত অফারের মেয়াদ ঠিক কতদিন তা সঠিক ভাবে জানা যায়নি।


৯০০০ টাকা দাম কমা ছাড়াও রিলায়েন্স ডিজিটালে এই ফোনের দাম অতিরিক্ত ১০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। সিটি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ক্রেতারা অতিরিক্ত অফার পাবেন। এর পাশাপাশি ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ১৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে।


অন্যদিকে উল্লেখ্য, রিলায়েন্স ডিজিটালের মতো কম না হলেও লঞ্চের সময়ের দামের তুলনায় প্রায় ৫০০০ টাকা কমে অর্থাৎ ২৪,৯৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ৫জি ফোন কেনা যাবে আমাজন এবং স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।


স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন


ডিসপ্লে, স্টোরেজ ও প্রসেসর- এই ফোনে ৬।৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর পরিমাণ বাড়ানো সম্ভব।


ক্যামেরা- স্যামসাং গ্যালাক্সির এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও ডিসপ্লের উপর থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


ব্যাটারি- ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনে।


আরও পড়ুন- ৫০০০ এমএএইচের ব্যাটারি ৯০০০ টাকা দাম, রিয়েলমির এই ফোনে দারুণ ফিচার