ফোন লঞ্চ হয়েছে আগেই। এবার নতুন রঙে Apple Iphone 12 আনল কোম্পানি। একই রঙে Apple Iphone 12 Mini-র আত্মপ্রকাশ ঘটল মোবাইল বাজারে। চলতি সপ্তাহেই শুরু হয়ে যাবে নতুন ফোনের প্রি অর্ডারস।
এ প্রসঙ্গে সংস্থার সিইও টিম কুক জানিয়েছেন, নতুন রঙের মধ্যে একটা ভালো কোয়ালিটি ও উজ্জ্বলতার উপাদান রয়েছে। আগেই Apple Iphone 12-এর কালো, সাদা, লাল, সবুজ ও নীল রঙের মডেল বের করেছে Apple।
আগামী শুক্রবার ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বেগুনি Apple Iphone 12 ও Apple Iphone 12Mini-র প্রি-অর্ডার। ৩০টি দেশে একসঙ্গে চালু হবে ফোনের অগ্রিম বুকিং। ৩০ এপ্রিল থেকে সেল শুরু হবে ফোনের। হাল্কা বেগুনি রঙের Apple Iphone 12-এর দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। পাশাপাশি নতুন রঙের Apple Iphone 12Mini-র দাম ধার্য হয়েছে ৬৯,৯০০ টাকা।
ফোনের স্পেসিফিকেশন বলছে, দুটি ফোনেই রয়েছে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। যার ফলে ডিসপ্লে নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয় ফোনের। এমনিতেই কোয়ালিটি প্রোডাক্টের জন্য পরিচিত অ্যাপেল। 5G কানেক্টিভিটির সঙ্গে এই ফোনে রয়েছে A14 বায়োনিক চিপ। দ্রুত গতির এই প্রসেসর থাকার ফলে ফোনে কোনও ধরনের হ্যাং করার সমস্যা দেখা যায় না। দুটি ফোনের মধ্যেই রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফির জন্যও রয়েছে ১২ মেগাপিক্সেলের একটা সেন্সর।
তবে বরাবরাই আইফোনের ব্যাটারি নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা। অনেক অ্যাপেলের ফোনই দীর্ঘক্ষণ গেম খেললে বা ভিডিয়ো দেখলে সমস্যার সৃষ্টি করে। যদিও Apple Iphone 12-সিরিজের ক্ষেত্রে এরকম কিছু হবে না বলে দাবি করেছে কোম্পানি। সংস্থার তরফে বলা হয়েছে, ভিডিয়ো প্লেব্যাক চলাকালীন টানা ১৭ ঘণ্টা চলতে পারে Iphone 12। যদিও Iphone 12Mini চলবে কমপক্ষে ১৫ ঘণ্টা। এই দুই ফোনেই ম্যাগস্যাফে ১৫ ওয়াটের ওয়েরলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে। তাই ব্যাটারি ড্রেন হলেও দ্রুত ফোনে চার্জ করে নেওয়া যাবে।