আইফোন ভক্তদের জন্য ভাল খবর। এবার বাজারে আসতে চলেছে আইফোনের একদম নতুন একটি মডেল। মধ্যবিত্তের নাগালে আনতে Iphone SE-সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে অ্যাপল।
সূত্রের খবর, মার্চের আট তারিখেই ভারতের বাজারে আসতে পারে iPhone SE 3. তবে সংস্থার তরফ থেকে বাজারে আনার বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি সোমবার পর্যন্ত।
এই মডেলের জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতের অ্যাপলপ্রেমীরা। অ্যাপল আইফোনের অন্য মডেলগুলির তুলনায় কিছুটা হলেও সাশ্রয়ী SE সিরিজ। দামের জন্যও থাকছে বড়সড়় চমক। সূত্রের খবর, নতুন এই মডেলের দাম তিনশো মার্কিন ডলার থেকে শুরু হবে। অর্থাৎ ভারতীয় বাজারে এর দাম শুরু হতে পারে মোটামুটি ২২,৫০০ টাকা থেকে। যদিও ভারতের বাজারে ঠিক কত দাম হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। কারণ কর সংক্রান্ত নানা বিষয়ের উপর নির্ভর করে থাকে এর দাম।
টেক বিশেষজ্ঞ জন ডনোভানের মতে আমেরিকান বাজারের ক্ষেত্রে iPhone SE 3 এর মডেলের যা দাম তা iPhone 12-এর বেস মডেলের চেয়েও সস্তা হবে। তবে নতুন মডেলটি 5G ডিভাইস হবে বলেই জানানো হয়েছে।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল iPhone SE-এর তৃতীয় মডেলের জন্য
অ্যাপল পরীক্ষা শুরু করেছে। এর সঙ্গে অ্যাপল আইপ্যাডের জন্যও কাজ শুরু হয়েছে। iPad Air এবং আরও একটি আইপ্যাড ভারতে বাজারে আনার কাজ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিসংস্থা কুপার্টিনো (The Cupertino) Iphone SE মডেল ভারতে রফতানি করেছে। মডেল নম্বরগুলি হল A2595, A2783, A2784. তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, ওই মডেলের আইফোনের ভারতের বাজারে দাম হতে পারে ২৩হাজার টাকার আশেপাশে।
শিল্পক্ষেত্রের একটি সূত্র অনুযায়ী, যে দুটি আইপ্যাড ভারতের আনানো হয়েছে, সেই দুটি আপাতত পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। এছাড়া মধ্যবিত্তের নাগালে আনার জন্য iPhone SE-এর যে মডেল আনা হচ্ছে সেটাই iPhone SE 3. ভারতের বাজারের জন্য এই তিনটিই একসঙ্গে ঘোষণা হতে পারে। এই বছরেই খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। সূত্রের খবর, iPhone SE 3p-এর ডিজাইন ২০২০ সালের SE মডেলের মতোই হবে।
আরও পড়ুন: নজর কাড়বে শৌখিন অন্দরসজ্জা, রয়েছে দুরন্ত সুরক্ষাও