ক্যালিফোর্নিয়া : নতুন মোড়কে তাদের নতুন আপডেট বিশ্বের দরবারে হাজির করছে অ্যাপেল। ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের (WWDC21) মাধ্যমে যা সরাসরি সামনে আনা হচ্ছে। প্রায় ২৮ মিলিয়ন ডেভেলপার্সরা যে কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দিয়েছেন।


ম্যাপ দেখার এক্সপিরিয়েন্স থেকে ক্যামেরা, ফোটো কোয়ালিটি, মেসেজিং সবতেই একসঙ্গে এসেছে বদল। অ্যাপেল ম্যাপে থাকবে থ্রিডি ন্যাভিগেশন।স্পটলাইট ফিচারের মধ্যে ঢুকে ফোটো অ্যাপের সমস্ত ইমেজ খুঁজে নেওয়া যাবে। এদিকে, iOS15 তে নোটিফিকেশন আরও সহজভাবে সামলানোর পদ্ধতি তৈরি করেছে অ্যাপেল। যেখানে ড্রাইভিং, ওয়ার্কিং, স্লিপিং ও কাসটম এই চার ক্যাটেগরি থাকছে। যে ক্যাটেগরি গ্রাহকরা বেছে রাখবেন সেই অনুযায়ী নোটিফিকেশনের আসা মডিফাই হবে। পাশাপাশি এবার থেকে ফেসটাইমের মাঝেই ভিডিও দেখা ও গান শোনা একসঙ্গেই করা সম্ভব হবে নতুন আপডেটের সুবাদে। ফেসটাইমে থাকবে শেয়ার প্লে। যার ফলে ফেসটাইমে একসঙ্গে অনেকে মিলে একই গান শুনতে পারবেন।


আর সবথেকে বড় আপডেট সম্ভবত এসেছে 'সিরি'তে। অ্যাপেলের কমান্ড সিস্টেম এবার থেকে ইন্টারনেট ছাড়াও একইরকমভাবে কাজ করতে সক্ষম হবে। ভয়েস ওভার স্ক্রিন রাডার আগের থেকে আরও উন্নত হয়েছে, আই প্যাডে থার্ড পার্টি আই ট্র্যাকিং থাকবে। ম্যাকবুক প্রো-র পাশাপাশি এবার থেকে ম্যাক মিনিতেও থাকবে একইরকম চিপ। আই মেসেজে অ্যাপেলের পরিকল্পনা যাতে তা হোয়াটসঅ্যাপের মতোই সহজ-সরল ব্যবহারযোগ্য করে তোলা যায়। এদিকে, নতুন যে ইউনিভার্সাল কনট্রোল আনা হয়েছে, তার সাহায্যে একটি কী বোর্ড ও মাউসের সাহায্যে একইসঙ্গে তিনটি অ্যাপেলের ডিভাইস পরিচালনা করা যাবে। সেক্ষেত্রে শুধু আইপ্যাড, ম্যাকবুক ও আই ম্যাককে পরপর একই সারিতে রাখতে হবে।




আর কী কী আপডেট এসেছে, তা দেখুন সরাসরি-



অ্যাপ ডেভেলপাররা আগ্রহভরে গোটা বছর ধরে অপেক্ষা করে  থাকেন অ্যাপেলের এই কনফারেন্সের জন্য। এবারের এই ভার্চুয়াল ইভেন্টের বিশেষত্ব হচ্ছে এবারে iOS, iPadOS, macOS, watchOS ও tvOS সবরকমের অপারেটিং সিস্টেম নিয়ে একসঙ্গে একমঞ্চে আলোচনা করা হচ্ছে।