নয়াদিল্লি: ভারতে ল্যাপটপের বাজারে নতুন চমক। একদম নতুন ধরনের ল্যাপটপ বাজারে আনল আসুস (asus)। নাম Vivobook 13 Slate OLED. ভারতে এই প্রথম কোনও ডিট্যাচেবল ল্যাপটপ (detachable) বাজারে আনল কোনও প্রস্তুতকারক সংস্থা।
Vivobook 13 Slate OLED: একগুচ্ছ নতুন ধরনের ফিচার রয়েছে এই ল্যাপটপে। ল্যাপটপের সঙ্গে যে কি-বোর্ড (keyboard) রয়েছে সেটি চুম্বকের সঙ্গে যুক্ত। ফলে সহজেই ল্যাপটপ থেকে আলাদা করা যায় কি-বোর্ডটিকে। আলাদা করা যায় কি-বোর্ড ও ল্যাপটপের স্ক্রিনের মধ্যে থাকা জোড়টিকেও (hinge)। ভারতের বাজারে এই ল্যাপটপের দাম শুরু হবে ৪৫,৯৯০ টাকা থেকে। স্ক্রিনের আয়তন হবে ১৩.৩ ইঞ্চি। ল্য়াপটপের সঙ্গে থাকছে আসুস পেনও (Asus Pen 2.0 Stylus)। ভারতে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই নতুন ল্যাপটপ। আসুসের নতুন এই ল্যাপটপ পাওয়া যাবে নানা স্টোরেও।
Vivobook 13 Slate OLED: আসুস ইন্ডিয়ার (Asus India) ভারতের বিজনেজ হেড (business head) আর্নল্ড সু জানিয়েছেন, আসুসের এই মডেল তার সেগমেন্টে বিশ্বের মধ্যে প্রথম। কাজের সঙ্গে বিনোদনের মেলবন্ধন ঘটাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন কনটেন্ট নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। কাজ নিয়ে সকলেই অত্যন্ত ব্যস্ত। কিন্তু তার মাঝেই পছন্দের সিনেমা-সিরিজও দেখা চাই তাঁদের। ঠিক সেই কারণেই এমন ল্যাপটপ আনান হয়েছে, যেটা কাজ এবং বিনোদন দুটোর জন্যই ব্য়বহার করা যাবে।
শুধু স্টাইলিশই নয়, ল্যাপটপে রয়েছে ভরপুর ফিচার। ১৩.৩ ইঞ্চির স্ক্রিন, যেখানে 16:9 OLED HDR ডিসপ্লে রয়েছে। রেজোলিউশন থাকবে 1920x1080. সব মিলিয়ে ছবির মান দুর্দান্ত হবে বলেই দাবি করছে সংস্থা। সুবিধে থাকবে চার্জ নিয়েও। যে ব্যাটারি রয়েছে তাতে একবার পুরো চার্জ দিলে টানা ৯ ঘণ্টা চলবে ল্যাপটপ। থাকছে স্টিরিও স্পিকার। ৮ জিবি RAM এবং ১২৮জিবি স্টোরেজের অপশনও থাকছে Vivobook 13 Slate-এ।
ল্যাপটপের সঙ্গে যে পেন (asus pen 2.0)দেওয়া হচ্ছে, তা USB-C port-এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে। সংস্থার দাবি, মাত্র ৩০ মিনিটে পুরো চার্জ দেওয়া যাবে পেনটিতে। একবার চার্জে চলবে প্রায় ১৪০ ঘণ্টা।
আরও পড়ুন: প্রিমিয়াম হ্যাচব্যাকে সেরা পছন্দ, দেখে নিন নতুন বালেনোর নয়া লুক