কলকাতা: মাত্র ১০ টাকা দিলেই বাড়িতে ফোন। Oppo F19 মডেলের জন্য এমনই আকর্ষণীয় অফার আনল বাজাজ ফিনসার্ভ। অনলাইনে কিস্তির টাকা জমা দিলেই পাওয়া যাবে এই ফোন। সঙ্গে রয়েছে ৪৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা।
বর্তমানে দেশের মোবাইল মার্কেটে Oppo F19 সিরিজের তিনটি মডেল রয়েছে। যার মধ্যে Oppo F19, Oppo F19 Pro ছাড়াও রয়েছে Oppo F19 Pro+ মডেল। Oppo F19 মডেলের দাম রাখা হয়েছে ২১,৪৯০ টাকা। বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোরে কিস্তির জন্য আলাদা টাকা নিচ্ছে না কোম্পানি। Oppo F19 মডেলের জন্য প্রতি মাসে ১২৬৬ টাকা দিতে হবে ক্রেতাকে।
বাজারে এই মুহূর্তে ওপ্পো ফোনের বেশ চাহিদা রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতেই ওপ্পো, ভিভোর নাম করেন ক্রেতারা। Oppo F19 সিরিজ কোম্পানির মিডরেঞ্জের ফ্ল্যাগশিপ ধরা যেতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ও কালার অপারেটিং সিস্টেমের সুবিধা। Oppo F19 সিরিজের সব মডেলেই রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইউএসবি টাইপ সি পোর্ট ছাড়াও ৩.৫ এমএম অডিও জ্যাক। ফ্লুইড ব্ল্যাক, স্পেস সিলভার ও ক্রিস্টাল সিলভার রঙে পাওয়া যায় ওপ্পোর এই ফোনগুলি।
বাজাজ ফিনসার্ভের ইএমআই স্টোর থেকে এই ফোনগুলি কিনলে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতা। সঙ্গে রয়েছে ১৫০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ ভাউচারের সুবিধা। এছাড়াও রয়েছে ১৫০০ টাকার বিদ্যুতের বিল ভরার ভাউচার। বাজাজ ফিনসার্ভের তরফে বলা হচ্ছে, কোভিডকালে এই ফোন কিনতে বাইরে বেরোতে হবে না ক্রেতাকে। বাজাজের অনলাইন ইএমআই স্টোরে ঢুকলেই রয়েছে ফোন কেনার সুযোগ। সঙ্গে একাধিক অফার। এই স্টোরে ঢুকে পছন্দের ডিলারদের থেকে ফোন কিনতে পারবেন ক্রেতারা। এমনকী, অর্ডারের চার ঘণ্টার মধ্যেই বাড়িতে এসে যাবে ফোন।
বাজাজের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত Oppo F19 মডেলে থাকবে এই অফার। দিল্লি, মুম্বই, সুরত, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, পুণে থেকে অনলাইনে কেনা যাবে এই ফোন। অন্যান্য ফোনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় অফার।
Bajaj Phone Launch: মাত্র ১০টাকা দিলেই ওপ্পোর ফোন! জানেন কীভাবে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2021 11:42 PM (IST)
Oppo F19 মডেলের জন্য এমনই আকর্ষণীয় অফার আনল বাজাজ ফিনসার্ভ। অনলাইনে কিস্তির টাকা জমা দিলেই পাওয়া যাবে এই ফোন। সঙ্গে রয়েছে ৪৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা।
লোভনীয় অফার ওপ্পোর ফোনে
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
22 Apr 2021 11:42 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -