Phones Under Rs 20,000: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) শুরু হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। একাধিক সংস্থার স্মার্টফোনের (Smartphones Under Rs 20,000) দামে থাকছে ছাড়। নতুন বছরে যাঁরা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁরা ২০ হাজার টাকার কমে পেয়ে যাবেন বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন। অ্যামাজনের গ্রেট রিপাবলিড ডে সেলে ২০ হাজার টাকার কম দামে কোন কোন ফোন কিনতে পারবেন, তার তালিকা দেখে নেওয়া যাক একঝলকে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যামাজনের প্রাইম মেম্বাররা ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। এসবিআই- এর ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন। জানা গিয়েছে, ওয়ানপ্লাস, স্যামসাং, আইকিউওও, রিয়েলমি এবং আরও অনেক সংস্থার ফোনের দামে থাকবে ছাড়। এছাড়াও পুরনো ফোনের পরিবর্তে নতুন মডেল কেনার সুযোগ থাকছে, যাকে বলে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন কেমন অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করে ছাড়ের পরিমাণ। 


রেডমি নোট ১৩ ৫জি, ভিভো ওয়াই৫৬, আইটেল এস২৩ প্লাস, রিয়েলমি নারজো ৬০ ৫জি এবং আইকিউওও জেড৬ লাইট ৫জি- এই ফোনগুলির দাম কমবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে, একথা জানা গিয়েছে। এছাড়াও ওপ্পো এ৫৯ ৫জি ফোনের দামও কমবে। এছাড়াও তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন। ক্রেতারা কেনাকাটায় ইএমআই অপশন এবং কুপন ডিসকাউন্টও পাবেন। 


রেডমি নোট ১৩ ৫জি- এই ফোনের মার্কেত রেট প্রাইস অর্থাৎ এমআরপি হল ১৭,৯৯৯ টাকা। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। 


ভিভো ওয়াই২৮ ৫জি- এই ফোনের এমআরপি ১৭,৯৯৯। অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ১২,৯৯৯ টাকায়।


আইটেল এস২৩ প্লাস- এই ফোনের মার্কেত রেট প্রাইস ১৭,২৯৯ টাকা। তবে অ্যামাজনে সেল শুরু হলে ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন।


রিয়েলমি নারজো ৬০ ৫জি- এই ফোনের এমআরপি ১৯,৯৯৯ টাকা। অ্যামাজনের আসন্ন সেলে কেনা যাবে ১৫,৪৯৯ টাকায়।


আইকিউওও জেড৭এস ৫জি-  এই ফোনের মার্কেট রেট প্রাইস ২৩,৯৯৯ টাকা। আর অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কেনা যাবে ১৪,৯৯ টাকায়।



ওপ্পো এ৫৯ ৫জি- এই ফোনের মার্কেট রেট প্রাইস ১৭,৯৯৯ টাকা। অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ১২,৯৯৯ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি- এই ফোনের এমআরপি ১৮,৯৯৯ টাকা। অ্যামাজনের আসন্ন সেলে ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে।


ভিভো ওয়াই৫৬- এই ফোনের এমআরপি ২৪,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে কেনা যাবে ১৪,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- হাতে থাকা ঘড়িই কাজ করবে স্মার্টফোনের ! Fire-Boltt- এর নতুন স্মার্টওয়াচে রয়েছে চমকে দেওয়ার মত ফিচার