নয়াদিল্লি : ডিজিটাল মার্কেটের লড়াই জারি রাখার জন্য প্রায় রোজই কোনও না কোনও কোম্পানি তাদের নতুন অত্যাধুনিক ফিচার সম্পন্ন স্মার্টফোন লঞ্চ করছে। বর্তমান পরিস্থিতিতে স্মার্টফোনের উপরই যেকোনও কাজের ক্ষেত্রে অনেকটা নির্ভর করতে হচ্ছে আমাদের। অনলাইন ক্লাস থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম। সব ক্ষেত্রেই স্মার্টফোন একটা বড় ভূমিকা পালন করে থাকে। তাই স্মার্টফোনের দামের পাশাপাশি গ্রাহক ফিচারের দিকেও ততটাই গুরুত্ব দিয়ে থাকেন। কোন স্মার্টফোনে বেশি মেমোরি স্টোরেজ রয়েছে, কোন স্মার্টফোনের RAM কত বেশি, ব্যাটারি ব্যাক আপ কত উন্নত প্রভৃতি। একইভাবে কোম্পানিগুলিও কম দামের সঙ্গে বেশি উন্নত প্রযুক্তি সম্পন্ন ফিচার স্মার্টফোনে রাখার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল গুগল পিক্সেল। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে ভারতে লঞ্চ করতে চলেছে গুগল পিক্সেলের নতুন দুটি স্মার্টফোন। 


বেশ কিছুদিন ধরেই গুগল পিক্সেল সিক্স এবং গুগল পিক্সেল ৬ প্রো স্মার্টফোন দুটির ফিচার নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াতেও এর ফিচার কী কী থাকতে পারে বা ফোনদুটির দামই বা কত হতে পারে, তার একটা গুজব রটছিল। তাহলে এবার জেনে নিন গুগল পিক্সেলের নতুন স্মার্টফোনদুটিতে সম্ভাব্য কী কী ফিচার থাকতে পারে-


গুগল পিক্সেল সিক্স (৬)-
১. ৬.৪ ইঞ্চি ডিসপ্লে।
২. ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা। 
৩. ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৪. ৮ জিবি RAM
৫. ১২৮ জিবি এবং ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ।
৬. অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।
৭. 4,614 mAh ব্য়াটারি।


গুগল পিক্সেল সিক্স প্রো-
১. ৬.৭১ ইঞ্চি প্লাস্টিক ওলেড ডিসপ্লে। 
২. লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।
৩. ৩টি রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।
৪. ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 
৫. থাকছে ১২ জিবি RAM। 
৬. ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবির স্টোরেজেরও অপশন রয়েছে।
৭. 5,000mAh ব্য়াটারি।


এছাড়াও দুটি ফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হল স্মার্টফোন দুটিতেই থাকছে অন্তত ৫ বছরের জন্য সফটওয়্যার আপডেট করার সুবিধা।