WhatsApp Scam: বেড়েই চলেছে অনলাইনে প্রতারণার ঘটনা। নিত্যদিন দেশবাসীকে ঠকানোর উপায় বের করছে জালিয়াতরা। এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপ হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করে নতুন ফাঁদ পেতেছে হ্যাকাররা। যাতে পা দিতে নিমেষেই ফাঁকা হবে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।    


KBC Scam on WhatsApp: কীভাবে হচ্ছে প্রতারণা ?
সাইবার অপরাধীরা এখন বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে টার্গেট করেছে। কেবিসিতে পুরস্কার জেতার ভান করে ঠকানো হচ্ছে গ্রাহকদের। এই প্রতারণার শুরুতে, সাইবার অপরাধীরা আপনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠায়। এই মেসেজে কেবিসি-র পক্ষ থেকে ২৫ লাখ টাকার লটারির প্রলোভন দেখায় গ্রাহকরা। টাইপ মেসেজ ছাড়াও ভয়েস নোটের মাধ্যমেও এই তথ্য দেওয়া হয়। সাইবার অপরাধীরা কেবিসির অডিও ক্লিপ ও ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। এটা দেখে অধিকাংশ মানুষ এটাকে আসল কেবিসির বার্তা মনে করে প্রতারকদের ফাঁদে পড়ে। মনে রাখবেন, কেবিসি কখনোই হোয়াটসঅ্যাপে কোনও কুইজ চালায় না, তাই এতে কোনও পুরস্কার পাওয়ার সুযোগ।


WhatsApp Scam: ২৫ লাখের টোপ
মানুষ যখন প্রতারকদের কথাকে সত্য বলে মেনে নেয়, তখন জালিয়াতরা তাদের প্রতারণার কাজ শুরু করে। প্রতারকরা প্রথমে আপনাকে ২৫ লক্ষ টাকা জয়ের পরিমাণ বলে ফাঁদে ফেলেন। এরপর এই টাকা পাওয়ার জন্য আয়কর হিসাবে কিছু টাকা পাঠাতে বলে। মোটা অঙ্কের ২৫ লাখ টাকার লোভে অনেকেই তাদের দাবি মেনে টাকা পাঠান। পরে আর যোগাযোগ করা যায় না প্রতারকদের সঙ্গে।


KBC Scam on WhatsApp: কীভাবে সতর্ক হবেন ?
১ যদি আপনার হোয়াটসঅ্যাপে এই ধরনের বার্তা আসে, তাহলে তা উপেক্ষা করুন।
২ মেসেজে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা এতে দেওয়া কোনও নম্বরে কল করবেন না।
৩ ভুলবশত যদি মেসেজটি বিশ্বাস করে আরও কথোপকথন শুরু করে থাকেন ও পুরস্কারের জন্য কিছু টাকা চাওয়া হয়, তাহলে দেবেন না।
৪ এটা হতে পারে যে, এই লোকেরা আপনার কাছে কোনও ধরনের টাকা চাইবে না। বরং তারা টাকা ট্রান্সফার করার জন্য আপনার ব্যাঙ্কের নথির বিষয়ে জিজ্ঞাসা করবে। 
৫ আপনার ব্যক্তিগত বা ব্যাঙ্কিং সম্পর্কিত তথ্য শেয়ার করবেন না।


আরও পড়ুন: Photo Editing Apps: 'বিশ্রী ফটোও হবে সুশ্রী', দীপাবলিতে ব্যবহার করুন এই এডিটিং অ্যাপগুলি