Moto E22s: ভারতে মোটোরোলার নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) মোটো ই২২এস (Moto E22s) ফোনের বিক্রি শুরু হল দীপাবলির আগে। মোটোরোলা 'ই' সিরিজের (Motorola E Series) এই ফোনের দাম ১০ হাজার টাকারও কম। তবে ফিচারের দিক দিয়ে এই ফোন যথেষ্ট উন্নত। মোটো ই২২এস ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৯৯৯ টাকা। ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটোরোলার এই স্মার্টফোন। বর্তমানে ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাচ্ছে। বেশ কিছু লঞ্চ অফার যুক্ত হয়েছে এই ফোনের দামে। যাঁরা মোটো ই২২এস ফোন সেলে কিনবেন তাঁরা জিও-র ২৫৪৯ টাকার সুবিধা পাবেন। এক্ষেত্রে আবার ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া সম্ভব। ৪০টি কুপনের (প্রতিটির মূল্য ৫০ টাকা) মাধ্যমে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। মাই জিও অ্যাপেও এই কুপনগুলো ব্যবহার করতে পারবেন ইউজাররা।
রেডমি নোট ১২ সিরিজ
চিনের জনপ্রিয় টেক জায়ান্ট সংস্থা শাওমি জানিয়েছে যে চলতি মাসে অর্থাৎ অক্টোবরেই লঞ্চ হতে চলেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ। এবার লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্লাস। রেডমি নোট ১২ সিরিজের আসন্ন এই ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি ১৮০০ প্রসেসর, যা সম্প্রতি লঞ্চ হয়েছে সেটি থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ।
মোটো ই২২এস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার
- মোটোরোলার My UX interface- এর সাহায্যে পরিচালিত হবে মোটো ই২২এস ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানেই সেট করা থাকবে এই সেলফি ক্যামেরা সেনসর।
- মোটো ই২২এস ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা Full HD ভিডিও রেকর্ডিং করার মতো ফিচারের সাপোর্ট রয়েছে।
- মোটো ই২২এস একটি ৪জি ফোন। এখানে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটোরোলা 'ই' সিরিজের এই স্মার্টফোনে ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট রয়েছে। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট পাওয়া যাবে মোট ই২২এস ফোনে। ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ফেস আনলক টেকনোলজি।
- মোটোরোলার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের ওজন প্রায় ১৮৫ গ্রাম।
আরও পড়ুন- ভিভো-র কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে ৫জি পরিষেবা? কবে থেকেই বা চালু হবে সার্ভিস