iPhone 14 And iPhone 14 Plus: আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) দুই মডেলের দাম কমেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart India)। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা আইফো ১৪ সিরিজ লঞ্চ করেছিল ভারতে। সেই সময় আইফোন ১৪- র (iPhone 14) দাম ছিল ৬৯,৯০০ টাকা। বর্তমানে আইফোন ১৪ সিরিজের এই বেস মডেলের সঙ্গে দাম কমেছে আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) মডেলেরও। ফ্লিপকার্ট নিজস্ব ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের উপরে অতিরিক্ত ছাড় দিচ্ছে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার অর্থাৎ পুরো ফোনের পরিবর্তে নতুন মডেল কেনার সুযোগ এবং নো-কস্ট ইএমআই অপশন। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের দাম কমেছে ফ্লিপকার্টে। এই দুই ফোনে অ্যাপেলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপ রয়েছে।
আইফোন ১৫ সিরিজ লঞ্চের ৬ মাস পরে দাম কমল আইফোন ১৪ সিরিজের দুই মডেলের
আইফোন ১৪- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ফ্লিপকার্টে ধার্য হয়েছে ৫৬,৯৯৯ টাকা। লঞ্চের সময় আইফোনের এই মডেলের দাম ছিল ৬৯,৯৯০ টাকা। আইফোন ১৪- র ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এখন ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৬,৯৯৯ টাকা। যেসব ক্রেতা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আইফোন ১৪ কিনবেন তাঁদের জন্য ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। রয়েছে ইএমআই- এর সুবিধা, মাসিক কিস্তির পরিমাণ ২০০৪ টাকা। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ৫৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
আইফোন ১৪ প্লাস ফোনের ক্ষেত্রে কী কী অফার রয়েছে, দাম কতটা কমেছে, দেখে নিন
বর্তমানে ফ্লিপকার্টে আইফোন ১৪ প্লাস মডেলের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৬,৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৬,৯৯৯ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৪ প্লাসের দাম এখন ফ্লিপকার্টে ৯৬,৯৯৯ টাকা ধার্য হয়েছে। যেসব ক্রেতারা আইফোন ১৪ প্লাস ফ্লিপকার্ট থেকে কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড, সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের সাহায্য নেবেন, তাঁরা ২০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর ফলে আইফোন ১৪ প্লাস মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আরও কমে হবে ৬৪,৯৯৯ টাকা। নো-কস্ট ইএমআই- এর ক্ষেত্রে মাসিক কিস্তি দিতে হবে ২৩৫৬ টাকা। আর এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
আরও পড়ুন- ভারতে হাজির পোকো সি৬১, রয়েছে এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা, দাম কত? দেখে নিন বাকি ফিচারগুলি