Poco C61: পোকো সি৬১ (Poco C61) লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, এই ফোন লঞ্চ হয়েছে রেডমি এ৩ (Redmi A3) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো সি৬১ ফোনে লঞ্চ হয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটি (Dual Rear Camera Unit), এআই প্রযুক্তি যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। দুটো র‍্যাম এবং স্টোরেজ নিয়ে ও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। 


পোকো সি৬১ ফোনের দাম কত, কোথা থেকে কিনতে পারবেন, কী কী রঙে লঞ্চ হয়েছে 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। Diamond Dust Black, Ethereal Blue, Mystical Green- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৬১ ফোন।  


পোকো সি৬১ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন একনজরে দেখে নিন 



  • এই ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 3 প্রোটেকশন। 

  • পোকো সি৬১ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে আরও একটি সেকেন্ডারি সেনসর এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট। পোকো সি৬১ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • পোকো সি৬১ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল সিম, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। এই ফোনে ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। পোকো সি৬১ ফোনের ওজন প্রায় ১৯৩ গ্রাম। 


আরও পড়ুন- ১০০০ টাকার মধ্যে কিনতে পারবেন দারুণ তিনটি ইয়ারবাডস, কোথায় রয়েছে সুযোগ?