iPhone 14 Launch Date: টেক সাইটগুলোর রিপোর্ট বলছিল, সেপ্টেম্বরে আসতে চলেছে আইফোন ১৪। অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে ছিল বিশ্ববাসী। তবে নতুন রিপোর্ট বলছে, চলতি বছরে অ্যাপলের এই ফোনের জন্য আরও অপেক্ষা করতে হবে আইফোন অনুরাগীদের। যা তাদের জন্য মোটেও ভালো খবর নয়।


iPhone 14: দেরি হবে কেন ?
রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৪ লঞ্চে দেরির পিছনে সবচেয়ে বড় কারণ চিন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রশ্ন জাগে, এই সবের সঙ্গে আইফোনের কী সম্পর্ক ?


iPhone 14 Launch Date: তাইওয়ানে রয়েছে চিপের হাব 
নতুন রিপোর্ট বলছে, অ্যাপল কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অন্যতম প্রধান গ্রাহক। এই কোম্পানি চিনে আইফোনে ইনস্টল করা চিপ সরবরাহ করে। এখানে আইফোন সম্পূর্ণরূপে একত্রিত ও প্রস্তুত হয়। এই পরিস্থিতিতে চিন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, আইফোনে ব্যবহৃত হার্ডওয়্যার যন্ত্রাংশও তাইওয়ানে ফেরত পাঠাতে পারে চিন। এটি আইফোন ১৪ এর উত্পাদন হ্রাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে পিছিয়ে যেতে পারে আইফোন ১৪-এর লঞ্চ। 


iPhone 14 কবে লঞ্চ করা হয় ?


প্রতিবারের মতো এবারও অনুমান করা হয়েছিল, Apple iPhone 14 সিরিজ সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হবে। আগের মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, কোম্পানি ১৩ সেপ্টেম্বর নতুন iPhone 14 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও এখন সেই পরিকল্পনা পিছিয়ে যেতে পারে।


iPhone 14 Launch Date: ভারতেও উৎপাদিত হবে আইফোন ১৪


বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, অ্যাপল চিনের বাইরেও আইফোন তৈরির বিকল্প জায়গা খুঁজছে। অ্যাপল ভারতে iPhone 14 তৈরি করতে Foxconn কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধেছে। কোম্পানি কেবল ভারতে ৬.১-ইঞ্চি স্ক্রিন সহ iPhone 14 তৈরি করবে। এই প্রথম অ্যাপল চিনের পাশাপাশি ভারতে সাম্প্রতিক প্রযুক্তির আইফোন তৈরি করবে।


আরও পড়ুন : 5G Service In India: চলতি মাসেই 5G পরিষেবা, দেশের কত শতাংশ আপগ্রেড করতে চান জানেন ?