Work From Home Plans: ৫০০ টাকার নীচে 'ধামাকা', 'ওয়ার্ক ফ্রম হোম' অফার Jio,Vi-র

করোনাকালে বাড়িতে বসেই চলছে ওয়ার্ক কালচার। ল্যাপটপ , পিসিতেই অফিসের কাজ সারছেন বহু মানুষ। এইসব কর্মীদের সুবিধার্থে 'ওয়ার্ক ফ্রম হোম' ডেটা প্যাক এনেছে একাধিক কোম্পানি। কোন প্যাকে লাভবান হবেন আপনি ?

Continues below advertisement

দেশে করোনা গ্রাফের কথা মাথায় রেখে বাড়িতেই কাজ করছেন বহু অফিসের কর্মীরা। যার ফলে চাহিদা বেড়েছে ইন্টারনেট ডেটা প্যাকের। 'ওয়ার্ক ফর্ম হোম'-এর জন্য গত বছর থেকেই গ্রাহকদের সুবিধার্থে জিও, বিএসএনএল, ভি একাধিক প্রি-পেইড প্ল্যান এনেছে। যার মধ্যে আনলিমিটেড কলের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডেটা প্যাককে। কোন কোম্পানি কী সুবিধা দিচ্ছে জেনে নিন বিস্তারিত। 

Continues below advertisement

১০০ টাকার মধ্যে এয়ারটেল, ভি, জিও-র ডেটা প্রিপেইড প্ল্যান

এয়ারটেল, ভি-এর ৪৮ টাকার ডেটা প্রিপেইড প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা দিচ্ছে কোম্পানিগুলি। বাড়তি পাওনা হিসাবে ভি মুভিজ ও ভি টিভি দেখার সুযোগ দিচ্ছে কোম্পানি।

৫১ টাকার প্রিপেইড প্ল্যান জিও-র- এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ৬ জিবি ডেটা দেবে জিও। ২৮ দিনের এই প্ল্যান কোম্পানির একটি অ্যাড অন প্ল্যান হিসাবেই ধরা হয়েছে।

এয়ারটেলের ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান- ৯৮ টাকা প্রিপেইড প্ল্যানে ১২ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। জিওর মতো এটা এয়ারটেলের একটা অ্যাড অন প্ল্যান। যার ভ্যালিডিটি সেই আগের প্ল্যানের মতোই।

১৬ টাকার ডেটা ভাউচার ভি-র- ২৪ ঘণ্টার জন্য এই প্ল্যানে ১ জিবি ডেটা দেয় ভি।

ভি-এর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান- ৯৮ টাকায় ১২জিবি ডেটা দেয় ভি। যার ভ্যালিডিটি থাকে ২৮ দিন পর্যন্ত।

জিও-র ১০১ টাকার প্রিপেইড প্ল্যান- চলতি প্ল্যানের ওপর ১২ জিবির ডেটা প্ল্যান দিচ্ছে জিও। গ্রাহকের চলতি প্ল্যানের সঙ্গেই চলতে পারে এই প্ল্যান।

৩০০ টাকার নীচে এয়ারটেল, জিও, ভি-এর প্রিপেইড প্ল্যান

জিও-র ১৫১ টাকার প্রিপেইড প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ৩০ জিবি ডেটা দেয় জিও। ৩০ দিনের জন্য ভ্যালিড থাকে এই প্ল্যান। 

২৫১ টাকার এয়ারটেলের প্রিপেইড প্ল্যান- ২৫১ টাকায় ৪জি স্পিডের ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল।

জিও-র ২৫১ টাকার প্রিপেইড প্ল্যান- এই প্ল্যান অনুযায়ী ৩০ দিনের জন্য ৫০ জিবি ডেটা দেয় জিও।

ভি-এর ২৫১ টাকার প্রিপেইড প্ল্যান- ভোডাফোন আইডিয়া এই প্ল্যান অনুযায়ী ২৮ দিনের জন্য ৫০ জিবি ডেটা দেয়। সঙ্গে ভি মুভিজ ও ভি টিভি ফ্রি।

৫০০ টাকার নীচে এয়ারটেল, ভি, জিও-র ডেটা প্ল্যান

এয়ারটেলের রয়েছে ৪০১ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- এই প্ল্যান অনুসারে ২৮ দিনের জন্য ৩০ জিবি ডেটা দেয় কোম্পানি। এছাড়াও রয়েছে ডিজনি প্লাস হটস্টারের অ্যাকসেস। যার মাধ্যমে আইপিএল ও অন্যান্য শো দেখার সুযোগ থাকে।

জিও ৪৯৯ ডেটা রিচার্জ প্ল্যান- কোম্পানির এই প্ল্যান অনুসারে ১.৫ জিবি করে ৫৬ দিনের জন্য ডেটা দেয় জিও। পাশাপাশি ডিজনি হটস্টার,. জিওটিভির অ্যাকসেস পায় গ্রাহকরা।

ভি-র ৫০১ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- ভি-এর নতুন এই প্ল্যানে রয়েছে ধামাকা অভার। যেখানে ৭৫জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। এক বছরের জন্য এর সঙ্গে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের সুবিধা।  

Continues below advertisement
Sponsored Links by Taboola