দেশে করোনা গ্রাফের কথা মাথায় রেখে বাড়িতেই কাজ করছেন বহু অফিসের কর্মীরা। যার ফলে চাহিদা বেড়েছে ইন্টারনেট ডেটা প্যাকের। 'ওয়ার্ক ফর্ম হোম'-এর জন্য গত বছর থেকেই গ্রাহকদের সুবিধার্থে জিও, বিএসএনএল, ভি একাধিক প্রি-পেইড প্ল্যান এনেছে। যার মধ্যে আনলিমিটেড কলের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডেটা প্যাককে। কোন কোম্পানি কী সুবিধা দিচ্ছে জেনে নিন বিস্তারিত।
১০০ টাকার মধ্যে এয়ারটেল, ভি, জিও-র ডেটা প্রিপেইড প্ল্যান
এয়ারটেল, ভি-এর ৪৮ টাকার ডেটা প্রিপেইড প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা দিচ্ছে কোম্পানিগুলি। বাড়তি পাওনা হিসাবে ভি মুভিজ ও ভি টিভি দেখার সুযোগ দিচ্ছে কোম্পানি।
৫১ টাকার প্রিপেইড প্ল্যান জিও-র- এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ৬ জিবি ডেটা দেবে জিও। ২৮ দিনের এই প্ল্যান কোম্পানির একটি অ্যাড অন প্ল্যান হিসাবেই ধরা হয়েছে।
এয়ারটেলের ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান- ৯৮ টাকা প্রিপেইড প্ল্যানে ১২ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। জিওর মতো এটা এয়ারটেলের একটা অ্যাড অন প্ল্যান। যার ভ্যালিডিটি সেই আগের প্ল্যানের মতোই।
১৬ টাকার ডেটা ভাউচার ভি-র- ২৪ ঘণ্টার জন্য এই প্ল্যানে ১ জিবি ডেটা দেয় ভি।
ভি-এর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান- ৯৮ টাকায় ১২জিবি ডেটা দেয় ভি। যার ভ্যালিডিটি থাকে ২৮ দিন পর্যন্ত।
জিও-র ১০১ টাকার প্রিপেইড প্ল্যান- চলতি প্ল্যানের ওপর ১২ জিবির ডেটা প্ল্যান দিচ্ছে জিও। গ্রাহকের চলতি প্ল্যানের সঙ্গেই চলতে পারে এই প্ল্যান।
৩০০ টাকার নীচে এয়ারটেল, জিও, ভি-এর প্রিপেইড প্ল্যান
জিও-র ১৫১ টাকার প্রিপেইড প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ৩০ জিবি ডেটা দেয় জিও। ৩০ দিনের জন্য ভ্যালিড থাকে এই প্ল্যান।
২৫১ টাকার এয়ারটেলের প্রিপেইড প্ল্যান- ২৫১ টাকায় ৪জি স্পিডের ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল।
জিও-র ২৫১ টাকার প্রিপেইড প্ল্যান- এই প্ল্যান অনুযায়ী ৩০ দিনের জন্য ৫০ জিবি ডেটা দেয় জিও।
ভি-এর ২৫১ টাকার প্রিপেইড প্ল্যান- ভোডাফোন আইডিয়া এই প্ল্যান অনুযায়ী ২৮ দিনের জন্য ৫০ জিবি ডেটা দেয়। সঙ্গে ভি মুভিজ ও ভি টিভি ফ্রি।
৫০০ টাকার নীচে এয়ারটেল, ভি, জিও-র ডেটা প্ল্যান
এয়ারটেলের রয়েছে ৪০১ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- এই প্ল্যান অনুসারে ২৮ দিনের জন্য ৩০ জিবি ডেটা দেয় কোম্পানি। এছাড়াও রয়েছে ডিজনি প্লাস হটস্টারের অ্যাকসেস। যার মাধ্যমে আইপিএল ও অন্যান্য শো দেখার সুযোগ থাকে।
জিও ৪৯৯ ডেটা রিচার্জ প্ল্যান- কোম্পানির এই প্ল্যান অনুসারে ১.৫ জিবি করে ৫৬ দিনের জন্য ডেটা দেয় জিও। পাশাপাশি ডিজনি হটস্টার,. জিওটিভির অ্যাকসেস পায় গ্রাহকরা।
ভি-র ৫০১ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- ভি-এর নতুন এই প্ল্যানে রয়েছে ধামাকা অভার। যেখানে ৭৫জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। এক বছরের জন্য এর সঙ্গে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের সুবিধা।