করোনাকালে লাইভ ইভেন্টের ঝুঁকি নিল না কোম্পানি। ভার্চুয়াল ইভেন্টে আত্মপ্রকাশ ঘটল কোম্পানির ফ্ল্যাগশিপ Mi11 সিরিজের। শাওমির এই ফোনগুলি নিয়ে উৎসাহ ছিল বহুদিন ধরেই। অবশেষে বাজারে এল Mi11 Ultra,Mi 11x ও Mi 11x Pro। কিছু টেকসাইটে আগেই ফাঁস হয়ে গিয়েছিল স্পেসিফিকেশন। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন ছিল সময়ের অপেক্ষা। অবশেষে ভারতে কোম্পানির Mi11 Ultra,Mi 11x ও Mi 11x Pro আনল চিনা সংস্থা। যার মধ্যে Mi11 Ultra কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন। স্বাভাবিকভাবেই এই প্রিমিয়াম ফোনের দাম রাখা হয়েছে সবথেকে বেশি।কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি Mi 11x ও Mi 11x Pro-কে কোম্পানির মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ কিলার হিসাবে তুলে ধরা হয়েছে। কোম্পানির অন্যতম সেরা মডেলের মাধ্যমে One Plus 9Pro ছাড়াও Samsung S21 Ultra-র সঙ্গে প্রতিয়োগিতায় নামছে এই সংস্থা। এই তিন ফোনের মধ্যে কোম্পানির Mi11 Ultra-য় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ৬৭ ওয়াটের ওয়ারলেস ফাস্ট চার্জিং। ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি।তবে এই ফোনের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর ক্যামেরা সেন্সর। বিশ্বের সবথেকে বড় ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনে। যা বাকি সবার থেকে এগিয়ে রাখছে কোম্পানির ফ্ল্যাগশিপকে। Mi11 Ultra-র ১২জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৬৯.৯৯০ টাকা। Mi11 Ultra-র স্পেসিফিকেশন শাওমির এই ফ্ল্যাগশিপে রয়েছে ৬.৮ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন। ১২০ হার্টজ রিফ্রেস রেটের সঙ্গে রয়েছে কোয়াডএইচডি ডিসপ্লে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন। ফোনে সর্বোচ্চ ১২ জিবি এলপি ডিডিআর র্যাম ছাড়াও থাকছে ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ৪৮ মেগপিক্সেলের সেন্সর। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সলের পাঞ্চ হোল ক্যামেরা। কী থাকছে Mi 11x ও Mi 11x Pro-তে ? Redme K40 ও Redme K40 Pro-এর প্রায় একই স্পেসিফিকেশন রয়েছে Mi 11x ও Mi 11x Pro-তে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোনই ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন দিয়েছে কোম্পানি। ৪৫২০ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে।৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে দুই ফোনে। এছাড়াও আছে ২০ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা। 

 
প্রো মডেলে যথাক্রমে ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দিয়েছে শাওমি। এছাড়াও ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে দুটি মডেলেই। রয়েছে ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স । এক্ষেত্রে Mi11xএর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের। বাদবাকি দুটো ক্যামেরা রয়েছে সেই ৮ ও ৫ মেগাপিক্সল। Mi11x-এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬ জিবি ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। Mi 11x Pro-র ৮ জিবি,১২৮ জিবির দাম পড়ছে ৩৯,৯৯০ টাকা। এছাড়াও দুই ফোনেই রয়েছে আরও কিছু ভেরিয়েন্ট।