Motorola Phones: মোটো জি০৬ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা জি সিরিজের এই ফোনে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসর। এই ফোনে ইউজাররা পাবেন ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোটো জি০৬ পাওয়া ফোনে ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এবং তার উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ ডিসপ্লে প্রোটেকশন। তিনটি রঙে মোটো জি০৮ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ।
ভারতে মোটো জি০৬ পাওয়ার ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই একটিই মডেল লঞ্চ হয়েছে। অনলাইনে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে। মোটোরোলা এই ফোন একটি ৪জি মডেল। সেই কারণেই ১০ হাজার টাকার থেকেও অনেকটাই কম দামে কেনা যাবে।
মোটো জি০৬ পাওয়ার ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনের ডিসপ্লেতে পাবেন এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Hello UI - এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি।
- এই ফোনের ইন-বিল্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি একটি ৪জি ফোন।
- মোটো জি০৬ পাওয়ার ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- গুগলের জেমিনি এআই অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে মোটোরোলা জি সিরিজের এই ফোনে। এর ব্যাক প্যানেলে প্লাস্টিক ফ্রেম এবং ভেগান লেদার ফিনিশ, দুটোই পাওয়া যাবে।
- ইউজাররা এই ফোনে পাবেন Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যা দিয়ে ইউজারদের অথেনটিফিকেশন সম্ভব। 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 6.0, GPS সাপোর্ট রয়েছে এই ফোনে। চার্জ দেওয়া যাবে ইউএসবি টাইপ- সি পোর্টের সাহায্যে।
- ১৮ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে মোটো জি০৬ পাওয়ার ফোনে। একবার চার্জ দিলে ফোনে ৬৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২২০ গ্রাম।