কলকাতা: ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি (OnePlus Nors 2T 5G) ফোন। পয়লা জুলাই এই ফোন দেশে লঞ্চ করবে ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus Nord 2)। তারই আপগ্রেডেড ভার্সান হিসেবে আসতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশনগুলো (Features and Specifications) একঝলকে দেখে নিন।


ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকতে পারে এই ফোনে।

  • ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনে।

  • ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। সংস্থার দাবি, ১৫ মিনিটে শূন্য থেকে ৬৭ শতাংশ চার্জ হবে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনে।

  • ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের অন্যান্য ফিচার অনেকটাই ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের মতো হবে বলে মনে করা হচ্ছে। যেমন- ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।

  • ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনে।


ভারতে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের সম্ভাব্য দাম


শোনা যাচ্ছে, মোট দুটো স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হবে এই ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৩৩,৯৯৯ টাকা। Shadow Grey এবং Jade Fog- এই দুই রঙ্গে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে আগামী ৫ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।


আরও পড়ুন- স্পেশ্যাল 'ইনভাইট' না পেলে কিনতে পারবেন না নাথিং ফোন ১, কীভাবে প্রি-বুকিং করবেন?