কলকাতা: আজ থেকেই বাজারে পাওয়া যাবে নোকিয়া ৩.৪। গতকালই এই ঘোষণা করেছে সংস্থার কর্তৃপক্ষ। ধূসর, চারকোল রঙে পাওয়া যাচ্ছে নোকিয়ার নতুন এই ফোন।


নোকিয়ার নিজস্ব ওয়বসাইট, অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে নোকিয়া ৩.৪। এই ফোনে আছে ৬.৩৯ ইঞ্চি এইচ প্লাস ডিসপ্লে। সঙ্গে পাওয়া যাচ্ছে ৭২০*১৫৬০ পিক্সেল রিজোলিউশন। ২.০ জিএইজেড (2.0GHz) অক্টা কোর প্রসেসর আছে। আছে ৪৬০ স্ন্যাপড্রাগন প্রসেসরও। ফোনে র‌্যাম আছে ৪ জিবি। ৬৪ জিবি স্টোরেজ আছে।


নোকিয়ার নতুন এই ফোনে আছে অত্যাধুনিক ক্যামেরা। একটা বা দুটো নয়, আছে তিন, তিনটি ক্যামেরা। ১৩এমপি, ৫এমপি এবং ২এমপি ডেপ্থ সেন্সর। ১৮এমপি সেলফি ক্যামেরা আছে।


মাইক্রো এসডি কার্ডের সুবিধাও থাকছে ফোনে। অতিরিক্ত স্টোরেজের জন্য যা ব্যবহার করা যাবে। ৫১২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনে আছে ৪ হাজার এমএএইচ (4,000mAh) ব্যাটারি।


সংস্থা জানিয়েছে, ফোনের দাম ১১ হাজার ৯৯৯ টাকা। ৪ হাজার টাকা পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন জিও গ্রাহকরা। ৩৪৯ টাকা দিয়ে প্রিপেইড রিসার্জ করলে পাওয়া যাবে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি জিও-র পার্টনার এমন সংস্থার থেকে পাওয়া যাবে ২ হাজার টাকা পর্যন্ত ভাউচার।


নতুন এবং পুরনো উভয় জিও গ্রাহকই এই অফার পাবেন।