Nothing Phone 2: নাথিং ফোন ২ (Nothing Phone 2) ভারতে লঞ্চ হতে চলেছে ১১ জুলাই। ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। সম্প্রতি জানা গিয়েছে, এই ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হতে চলেছে ২৯ জুন থেকে। ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে প্রি-বুকিং। নাথিং ফোন ২ প্রি-বুকিং করার জন্য গ্রাহককে ২০০০ টাকা জমা দিতে হবে। এই টাকা পরে ফেরত পেয়ে যাবেন ক্রেতারা। এরপর ১১ জুলাই রাত ৯টা থেকে ২০ জুলাই রাত ১১টা ৫৯মিনিটের মতো নিজেদের পছন্দের মাধ্যমে ফোন কেনার জন্য বাকি টাকা দিতে পারবেন ক্রেতারা। প্রি-অর্ডার অফারের পাশাপাশি নাথিং সংস্থা তাদের ইয়ার স্টিকের দামে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। নাথিং ফোন ২ প্রি-অর্ডার করার সময় প্রথম সারির বেশ কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এছাড়াও নাথিং অ্যাকসেসরিজ বক্সের ক্ষেত্রেও অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
নাথিং ফোন ১- এর সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২। অনুমান, সাদা এবং কালো রঙে এই ফোন দেশে লঞ্চ হবে। দুটো রঙের মতো দুটো ভ্যারিয়েন্টেও এই ফোন লঞ্চ হতে পারে। নাথিং ফোন ২- এর দুটো ভ্যারিয়েন্টে থাকতে পারে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। নাথিং ফোন ২- এ থাকতে পারে টাইপ-সি ইউএসবি কেবল। এছাড়াও ট্রান্সপারেন্ট আউটার লেয়ার এবং রুপোলি রঙের ইউএসবি পোর্ট থাকতে পারে নতুন নাথিং ফোনে। ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে নাথিং ফোন ২ মডেলে। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। নাথিং সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোনে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিওরিটি আপডেট পাওয়া যাবে।
Realme Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ সিরিজের (Realme Narzo 60 Series) স্মার্টফোন। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি অবশ্য। কিন্তু এই স্মার্টফোন সিরিজ যে ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত। সম্প্রতি এই ফোন লঞ্চের খবর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazo India) মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ফোনের ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। লঞ্চের পর রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোন অ্যামাজন থেকে কেনা যাবে।
আরও পড়ূন- চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?