OnePlus 10T এল ভারতে, কত দাম রাখল কোম্পানি ? জেনে নিন স্পেকস ও ফিচার

OnePlus 10T: কোম্পানির সাম্প্রতিক স্মার্টফোন হিসাবে বুধবার ভারত সহ বিশ্বে লঞ্চ করা হয়েছে ওয়ান প্লাসের এই ফোন। এতে স্ন্যাপড্রাগন অষ্ঠম প্রজন্মের প্রসেসর দিয়েছে কোম্পানি।

Continues below advertisement

OnePlus 10T: কোম্পানির সাম্প্রতিক স্মার্টফোন হিসাবে বুধবার ভারত সহ বিশ্বে লঞ্চ করা হয়েছে ওয়ান প্লাসের এই ফোন। এতে স্ন্যাপড্রাগন অষ্ঠম প্রজন্মের প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোন পাবেন ১৫০ ওয়াটের সুপারভুক চার্জার।

Continues below advertisement

OnePlus 10T: কী বৈশিষ্ট্য ফোনে ?
এই ফোনে পাবেন ৪৮০০ এমএএইচ-এর ব্যাটারি, ৫০মেগাপিক্সেল প্রধান ক্যামেরা সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ৷ স্মার্টফোনটি তিনটি কনফিগারেশন অপশনে লঞ্চ করা হয়েছে। যার টপ-অফ-দ্য-লাইন ভ্যারিয়েন্টে 16GB RAM রয়েছে। একটি দক্ষ ও নিরাপদ চার্জিং অভিজ্ঞতার জন্য ফোনে নতুন কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

OnePlus 10T এর দাম

ভারতে OnePlus 10T-এর দাম শুরু হচ্ছে বেস মডেল (8GB RAM + 128GB) স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ৪৬৯৯৯ টাকা। ফোনটি একটি 12GB RAM + 256GB স্টোরেজ মডেলেও পাওয়া যায়। যার দাম ৫৪৯৯৯ টাকা রাখা হয়েছে। এ ছাড়াও একটি 16GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ফোনের। যার দাম ৫৫,৯৯৯ টাকা রাখা হয়েছে। OnePlus স্মার্টফোনটি জেড গ্রিন এবং মুনস্টোন ব্ল্যাক দুটি রঙে পাওয়া যাবে। কোম্পানির জানিয়েছে, এর প্রি-অর্ডার আজ থেকে শুরু হয়েছে। বাজারে পাওয়া যাবে ৬ অগাস্ট থেকে।

OnePlus 10T স্পেসিফিকেশন

ডুয়াল-সিম ন্যানো  OnePlus 10T-তে Android 12 (OxygenOS 12.1) এর ওপর ভিত্তি করে চলবে। এতে একটি 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,412 পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা কম-তাপমাত্রার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা পেয়েছে। 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে এই ফোন। যাতে sRGB কালার গামাট সমর্থন সাপোর্ট ১০-বিট রঙের গভীরতা রয়েছে। স্মার্টফোনটি 16GB পর্যন্ত LPDDR5 RAM সহ অক্টা-কোর Snapdragon 8 Gen প্রসেসরে চলবে।

OnePlus 10T: ফোনের ক্যামেরা 
OnePlus 10T-তে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি f/1.8 লেন্স ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX769 প্রাথমিক সেন্সর পাবেন। ক্যামেরা সেটআপে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটারও রয়েছে ফোনে। যার একটি f/2.2 লেন্স রয়েছে যার ফিল্ড-অফ-ভিউ 119.9 ডিগ্রি ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য OnePlus 10T একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বহন করে যা সামনে f/2.4 লেন্সের সাথে যুক্ত।

Continues below advertisement
Sponsored Links by Taboola