Neckband Fan Hands Free: প্রথমে শুনে অনেকেই বিশ্বাস করবেন না। তবে এরকমও ফ্যান চলে এসেছে বাজারে। এই ধরনের ফ্যানকে গলায় ঝুলিয়ে রাখতে পারবেন বহুক্ষণ। ঘাম থেকে বাঁচার জন্য এখন দারুণ কাজে লাগছে এই নেকব্যান্ড ফ্যান। জেনে নিন এই গ্যাজেটের দাম ও স্পেকস।


Neckband Fan: কত টাকা দাম এই ফ্যানের ?
প্যাচ প্যাচে ঘামে ভিজে যায় পুরো জামা। ঘর থেকে বের হলেই ঘাম থাকে প্রতি মুহূর্তের সঙ্গী। তাই শরীর ঠান্ডা রাখতে সকলেই চান ঠান্ডা হাওয়া। এবার মুখে ঠান্ডা হাওয়ার জন্য আর এসি বা বড় ফ্যানের প্রয়োজন হবে না। শরীরেই সর্বদা রেখে দিতে পারবেন ফ্যান। এখন মাত্র 500 টাকায় পাওয়া যাচ্ছে এমনই এক নেকব্যান্ড ফ্যান। যা আপনাকে শরীরের তাপ থেকে মুক্তি দেবে। 


Neckband Fan Hands Free: সব সময় গলায় ঝোলাতে পারেন
গত কয়েক মাস ধরে গরম বেড়েই চলেছে। বৃষ্টি হলেও কমছে না আদ্রতার মাত্রা। ফলে ঘাম আমাদের নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়া খুব কঠিন। যদিও নেকব্যান্ড ফ্যান আপনাকে মাত্র 500 টাকায় ঠান্ডা বাতাস দিতে পারে। এই ডিভাইসটি ব্যবহার করে আপনি গরম ও প্রখর সূর্যের আলোতেও ঘামবেন না।


Neckband Fan: নেকব্যান্ড ফ্যান দেবে তাপ থেকে স্বস্তি


নেকব্যান্ড ফ্যান আপনাকে কয়েক মিনিটের মধ্যে গরম থেকে মুক্তি দিতে পারে। আপনি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে বেদিওয়েল নেকব্যান্ড ফ্যান 502 টাকায় কিনতে পারেন। গান শোনার জন্য যেমন একটি নেকব্যান্ড ব্যবহার করা হয়, সেইভাবেই আপনি এটি গলায় ঝুলিয়ে রাখতে পারেন। এই ফ্যানের দাম আসলে 999 টাকা, কিন্তু এটি ফ্লিপকার্টে 49 শতাংশ ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। 


Neckband Fan Hands Free: ঘণ্টার পর ঘণ্টা চলে ফ্যান
একবার এই ফ্যানটি চালু হয়ে গেলে আপনি এটি ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করতে পারবেন। কারণ এতে একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই নেক ফ্যানের বাকি ফিচারের কথা বললে, আপনি এই গ্যাজেটকে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন। এতে কোনও সমস্যা হবে না। কারণ এর বডি বেশ ফ্লেক্সিবল। ইউএসবি চার্জারের সাহায্যে এর ব্যাটারি সহজেই চার্জ করা যায়, পাশাপাশি এটি খুব বেশি শব্দ করে না। যে কারণে এই ফ্যান গলায় কোনও আওয়াজ করে না।


আরও পড়ুন : Asus ROG Phone 6 Launch: গেমারদের জন্য দারুণ ফোন, ৫ জুলাই হবে লঞ্চ ইভেন্ট