নয়াদিল্লি: ভারতে নতুন স্মার্ট টিভি লাইন-আপ লঞ্চ করল শাওমি। নতুন রেডিমি স্মার্ট টিভি সিরিজ লঞ্চ হয়েছে তিনটি সাইজে। এরমধ্যে সবচেয়ে বড় টিভি-র স্ক্রিন ৬৫ ইঞ্চির। এরপর রয়েছে ৫৫ ইঞ্চি স্ক্রিনের টিভি। তৃতীয়টি ৫০ ইঞ্চি স্ক্রিনের। 
রেডমি স্মার্ট টিভি এক্স৬৫-এর দাম ৫৭,৯৯৯ টাকা
রেডমি স্মার্ট টিভি এক্স৫৫-এর দাম ৩৮,৯৯৯  টাকা
রেডমি স্মার্ট টিভি এক্স৫০-এর দাম ৩২,৯৯৯ টাকা
নতুন রেডমি স্মার্ট টিভি-র প্রথম বিক্রয় শুরু হবে ২৬ মার্চ বেলা ১২ টা থেকে। এমআই ডট কম, অ্যামাজন ডট ইন-মিন হোম ও এমআই স্টুডিও-তে এগুলির সেল হবে। আইসিসিআই ক্রেডিট কার্ড থাকলে ২৬ মার্চ তাৎক্ষণিক ২,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। 


এই টিভিগুলিতে থাকছে ৪কে এইচডিআর এলইডি স্ক্রিন, ভিভিড পিকচার ইঞ্জিন, এইচডিআর ১০+, ডলবি ভিশন ও ৩০ ডব্লু ডলবি অডিও স্পিকার। সফটওয়্যারের ক্ষেত্রে নতুন টিভিগুলি  শাওমির নিজস্ব প্যাচওয়াল ক্ষমতাসম্পন্ন, যা অ্যান্ড্রয়েড টিভি ১০ ভিত্তিতে তৈরি।  এতে খুব ছবির কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি কোম্পানির। 
নতুন প্রজন্মের গেমের প্রতি আকর্ষণের কথা মাথায় রেখে টিভিগুলিতে থাকছে HDMI 2.1 পোর্টস। কানেক্টিভিটি সংক্রান্ত অন্যান্য বিকল্পের মধ্যে থাকছে অটো লো লেটেন্সি মোড (এএলএলএম), ব্লুটুথ ৫.০ ও ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। পোর্টসের মধ্যে রয়েছে ইউএসবি 2.0 পোর্ট, অপটিক্যাল আউট,এভি ইনপুট, নেটওয়ার্ক পোর্ট ও অক্সিলিয়ারি পোর্ট। 
নতুন এক্স সিরিজ কোয়াড-কোর এ৫৫ চিপসেট শক্তিসম্পন্ন, যার সহায়ক Mali G52 MP2। টিভিগুলি থাকছে ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ও ২ জিবি RAM.
এমআই হোম অ্যাপ্লিকেশন সাপোর্ট সহ শাওমির এই টিভিগুলি লঞ্চ করা হয়েছে, যা শাওমির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের নিয়ন্ত্রণের হাব হিসেবে কাজ করবে। 
শাওমির এই টিভিগুলি অ্যামাজন বেসিকস, হিসেন্স ও ভিইউ-র মতো অপেক্ষাকৃত সাধ্যের মধ্যে থাকা মূল্যমানের ব্র্যান্ডগুলির সঙ্গে টক্কর দেবে, যাদের Ultra-HD LED  টিভির দাম ৪০ হাজার টাকার কম।