কলকাতা: ভারতের বাজারে বিক্রি শুরু হল রেডমি নোট ১০-এর (Redmi Note 10)। অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে এই ফোন। এর আগে রেডমি নোট ১০ প্রো (Redmi Note 10 Pro) এবং রেডমি নোট ১০ প্রো ম্যাক্স (Redmi Note 10 Pro Max) বাজারে আসে। এই দুই ফোনই ছিল সাধারণের সাধ্যের মধ্যে।


জানা গিয়েছে, নতুন ফোনে আছে অক্টাকোর এসওসি। আছে কোয়াড রেয়ার ক্যামেরাও। রেডমি নোট ১০-এ (Redmi Note 10) আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি (5,000mAh )। এতে ৩৩ ওয়াট দ্রুত চার্জ হবে। দ্রুত চার্জের জন্য আছে দুধরনের ব্যবস্থা।


 


রেডমি নোট ১০ (Redmi Note 10) ফোনের দাম :


 


৪ জিবি র‌্যাম যুক্ত ৬৪ জিবি স্টরেজ মডেলের ফোনের দাম ১১ হাজার ৯৯৯ টাকা।


 


৬ জিবি র‌্যাম যুক্ত ১২৮ জিবি স্টরেজ মডেলের ফোনের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।


 


অ্যাকোয়া গ্রিন, ফোর্স্ট হোয়াইট, শ্যাডো ব্ল্যাকের মতো রঙে পাওয়া যাচ্ছে এই ফোন।


 


অ্যামাজন,  এমআই ডট কম (Mi.com) থেকে ফোন কিনতে গেলে শর্তসাপেক্ষে পাওয়া যেতে পারে ৫০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অফলাইনে কেনা যাচ্ছে ফোন। অ্যান্ড্রয়েড ১১ যুক্ত এই ফোনে আছে ডুয়াল সিমের (ন্যানো) ফোন। ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনের সঙ্গে আছে আমোলেড ডিসপ্লে।


দুর্দান্ত ফটো এবং ভিডিও-র জন্য আছে কোয়াড রেয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার, ২ মেগাপিক্সেল গভীর সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য রেডমি নোট ১০ ফোনে আছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


স্টরেজের জন্য আছে ১২৮ জিবি জায়গা। ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের জায়গাও আছে। ৪জি ভোল্টি, ওয়াইফাই, ব্লুটুথ এবং এইএসবি টাইপ সি আছে। ৩.৫ এমএম ৯3.5mm) হেডফোন জ্যাকেরও সুবিধা আছে। ফোনের ওজন ১৭৮.৮ গ্রাম।