Smartphone Charging Mistakes: ফোন চার্জের সময় এই ভুলগুলি করলে হতে পারে মারাত্মক ক্ষতি। অনেকেই না জেনে করে ফেলেন এই কাজ। জেনে নিন, ফোন চার্জের সময় কোন কাজগুলি করতে নেই।
Phone Charge: ভুলেও এই ভুল নয়
আমরা যখন স্মার্টফোনের ব্যাটারি ফুরিয়ে যায়, তখন দ্রুত স্মার্টফোনটিকে আবার ব্যবহার করার জন্য চার্জে বসাই। ফোন অনুযায়ী যা চার্জ করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। বেশিরভাগ ব্যবহারকারী স্মার্টফোন চার্জ করার সময় এমন কিছু ভুল করে থাকেন, যে কারণে শুধু তাদের ব্যাটারির আয়ুই কমে না, স্মার্টফোনের আয়ুও কমতে থাকে। আপনি যদি স্মার্টফোনের সমস্যাবিহীন দীর্ঘ আয়ু চান, তাহলে আজ থেকেই এই ভুলগুলো করা বন্ধ করুন।
Tech Tips: পুরো চার্জ করা ঠিক ?
বেশিরভাগ ব্যবহারকারী প্রথম যে ভুলটি করেন, তা হল ফুল চার্জিং। কিছু ব্যবহারকারী তাদের স্মার্টফোন সম্পূর্ণভাবে চার্জ করেন, এটি উচিত নয়। স্মার্টফোন সবসময় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত। এর সাহায্যে শুধু ফোনের ব্যাটারির স্বাস্থ্যই ভালো থাকবে না, স্মার্টফোনও দীর্ঘক্ষণ সমস্যহীন থাকবে।
Phone Charge: ডুপ্লিকেট চার্জার ব্যবহার
আপনি যদি আপনার স্মার্টফোন চার্জ করার জন্য একটি ডুপ্লিকেট চার্জার ব্যবহার করেন, তবে এই অসাবধানতার জন্য আপনার ক্ষতি হতে পারে। এতে ফোনের ব্যাটারি লাইফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও একই সঙ্গে স্মার্টফোনও নষ্ট হয়ে যেতে পারে।
Tech Tips: গেম খেলার সময় চার্জ
আরেকটি ভুল যা আপনার ফোনের আয়ু কমিয়ে দিতে পারে তা হল গেম খেলার সময় স্মার্টফোন চার্জ। যুবকদের মধ্যে এই প্রবণতা প্রায়শই দেখা যায়। এ কারণে স্মার্টফোনের প্রসেসরের ওপর চাপ অনেক বেশি বেড়ে যায়, যে কারণে ব্যাটারি গরম হওয়ার সমস্যা দেখা যায়। এতে আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
চার্জিং ক্ষমতা অনুযায়ী চার্জার ব্যবহার করুন
যদি আপনার স্মার্টফোন ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, তাহলে এতে ফাস্ট চার্জার ব্যবহার করবেন না, এটি করা খুবই বিপজ্জনক হতে পারে। এর ফলে ফোনের ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এ ছাড়াও আপনার স্মার্টফোনে আরও কিছু সমস্যা হতে পারে।
Phone Charge: এর মধ্যে চার্জ করা বন্ধ করুন
স্মার্টফোনটি ব্যবহার করার পরেই সঠিকভাবে চার্জ হতে দিন। আপনি যদি বারবার স্মার্টফোনের চার্জিং বন্ধ করে আবার চার্জে রাখেন, তাহলে তা ফোনের প্রসেসরের ওপর বিরূপ প্রভাব ফেলে। যা আপনার ফোনের কর্মক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলবে।
আরও পড়ুন : Google Searching: গুগলে এই বিষয়ে সার্চ করলে হতে পারে জেল, এখনও ভুল করছেন ?