Realme Phones: ভারতে আসছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। ৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। তার আগে এই ফোনের দাম এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমি 'পি' সিরিজের আসন্ন ৫জি ফোন সর্বোচ্চ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট থাকবে। এছাড়াও পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। তিনটি রঙে ভারতে লঞ্চ হবে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। আর এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে থাকবে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর।
টিপস্টার অভিষেক যাদবের মতে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম হবে ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম হতে চলেছে ১৭,৪৯৯ টাকা। আর টপ মডেল যেখানে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে, তার দাম ১৯,৪৯৯ টাকা হতে পারে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের জন্য আলাদা মাইক্রোসাইট দেখা গিয়েছে ইতিমধ্যেই। আর তার থেকেই অনুমান, রিয়েলমির এই ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে, দেখে নিন একনজরে
- সবুজ, গোলাপি এবং সাদা রঙে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
- রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের AI যুক্ত মেন ক্যামেরা থাকতে চলেছে।
- একটি octa core MediaTek Dimensity 7400 Ultra 5G chipset থাকতে পারে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে।
- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে।
- রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
- ৮ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের ডিসপ্লের উপর।
৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে, বেলা ১২টায়। এর সঙ্গে রিয়েলমি ওয়াচ ৫ মডেলও লঞ্চ হবে ভারতে। রিয়েলমির ফোনের মতোই স্মার্টওয়াচটিও লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।