Flagship Smartphones: ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের শেষভাগে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phones)। ডিসেম্বর মাসে রয়েছে ক্রিসমাস। তার আগে বেশ কিছু নতুন ঝাঁ-চকচকে স্মার্টফোন লঞ্চ হবে প্রতিবারের মতোই। এই সমস্ত ফ্ল্যাগশিপ ফোনে থাকবে আধুনিক ও উন্নত প্রসেসর, যার সাহায্যে ফোন দারুণ গতিতে কাজ করবে। একসঙ্গে অনেক কাজ করলেও ধীর গতিতে চলবে না ফোন। এর পাশাপাশি থাকবে শক্তিশালী ব্যাটারি, উন্নত চার্জিং ফিচারের সাপোর্ট আর নজরকাড়া ক্যামেরা সেনসর। যেহেতু আকর্ষণীয় ফিচার থাকবে, তার ফলে এইসব ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনের দামও হবে কিছুটা চড়া। চলুন একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে কোন কোন সংস্থার ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ফোন লঞ্চ হতে চলেছে। 


ওয়ানপ্লাস ১২


অনুমান করা হচ্ছে, কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর যুক্ত হওয়া প্রথম ডিভাইস এই ফোনটিই হতে চলেছে। এর পাশাপাশি এই ফোনে ২৬০০ নিটসের AMOLED ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়ানপ্লাস ১২ ফোনে একদম নতুন ব্র্যান্ডেড Sony LYTIA ক্যামেরা সেনসর থাকতে পারে প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর হিসেবে। এছাড়াও শোনা গিয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে নাকি একটি পেরিস্কোপ লেন্সও থাকতে পারে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওয়ানপ্লাস ১২ ফোন চিনে লঞ্চের কথা শোনা গিয়েছে। আর সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে এই মডেল ভারতে লঞ্চ হতে পারে। 


আইকিউওও ১২


ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোন সম্ভবত ভারতে লঞ্চ হতে চলা প্রথম ডিভাইস হতে চলেছে যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই ফোন আসছে ভারতের বাজারে। এই স্মার্টফোন সিরিজে একটি প্রো মডেল রয়েছে। তবে সেটা ভারতে আদৌ লঞ্চ হবে কিনা, আর হলে কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে কিছু জানা যায়নি। একদম ব্র্যান্ড নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ যা এর আগে দেখা যায়নি তা থাকতে পারে এই ফোনে। এছাড়াও ১৪৪ হার্টজের উজ্জ্বল AMOLED ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে এই ফোনে, সম্ভবত ৩০০০ নিটস। ভারতে লেদার ফিনিশের ব্যাক প্যানেল নিয়ে আইকিউওও ১২ ফোন লঞ্চ হতে পারে। 


ভিভো এক্স১০০ সিরিজ


ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। এর আগে ভিভো এক্স৯০ সিরিজও লঞ্চ হয়েছে এদেশে। নতুন স্মার্টফোন সিরিজে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই মডেল থাকার সম্ভাবনা রয়েছে। ভিভোর আসন্ন স্মার্টফোন সিরিজে 4nm Dimensity 9300 চিপসেট থাকতে পারে। আগের স্মার্টফোনের সিরিজের থেকেও উন্নত এবং আধুনিক ফিচার দেখা যাবে নতুন ফোনগুলিতে, এমনটাই অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের। উল্লিখিত প্রসেসর চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে রয়েছে। ডিসেম্বর মাসে ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।


স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ


দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষদিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। এই সিরিজের ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের পাশাপাশি একটি প্রিমিয়াম টাইটেনিয়াম ফ্রেম থাকার কথা শোনা গিয়েছে। এই স্মার্টফোন সিরিজে তিনটি মডেল লঞ্চ হতে পারে। সেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে ৬.৮ ইঞ্চির QHD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। 


শাওমি ১৪ প্রো


চিনে ইতিমধ্যেই শাওমি ১৪ প্রো ফোন লঞ্চ হয়েছে। ভারতে এই ফোন লঞ্চ হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর নিয়ে। নতুন ডিজাইনের পাশাপাশি থাকতে পারে লেটেস্ট HyperOS সফটওয়ারের সাপোর্ট, ৩০০০ নিটস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ক্যামেরার ক্ষেত্রেও আধুনিক ও উন্নত সেনসর লক্ষ্য করা যাবে বলে অনুমান। ২০২৪ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ শাওমি ১৪ প্রো ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। স্বভাবতই নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। 


আরও পড়ুন- বছর শেষে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? ২০ হাজার টাকার মধ্যে ভারতে পাবেন এই মডেলগুলি