WhatsApp Features: হোয়াটসঅ্যাপ স্টেটাস (WhatsApp Status) বিষয়টি বরাবরই ইউজারদের কাছে জনপ্রিয়। শুরুতে শুধুমাত্র ছবি এবং ভিডিও শেয়ার করা যেত হোয়াটসঅ্যাপ স্টেটাসে। তারপর ভয়েস নোট (Voice Note) শেয়ার করার ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ (WhatsApp App) সংস্থা। এবার সেই সংক্রান্ত একটি আপডেট যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপে। বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে এক মিনিট সময়ের ভয়েস নোট শেয়ার করতে পারবেন। যদি ভয়েস নোট তার থেকে বেশি সময়ের হয় তাহলে একাধিক ভয়েস নোট শেয়ার করার সুবিধাও রয়েছে ইউজারদের জন্য। কিন্তু প্রতিটি স্লটে এক মিনিট করেই ভয়েস নোট শেয়ার করা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপ স্টেটাসের এই আপডেট যুক্ত হয়েছে। সাধারণত কোনও নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে তার পরিষেবা আগে পান বিটা টেস্টাররা। তবে এক্ষেত্রে সেই ব্যাপার নেই। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস মাধ্যমে সব ইউজাররাই এই ফিচারের পরিষেবা পাবেন। 


আগে ইউজারদের জন্য কী সুবিধা ছিল হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট শেয়ার করার ফিচারের ক্ষেত্রে 


হোয়াটসঅ্যাপের স্টেটাসে আগে ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যেত। তবে ইউজারদের মধ্যে থেকে দাবি উঠেছিল সময়সীমা বাড়ানোর। অবশেষে ইউজারদের সেই দাবি মেনেই নতুন সুবিধা চালু করেছে অ্যাপ কর্তৃপক্ষ। এখন এক মিনিট পর্যন্ত ভয়েস নোট হোয়াটসঅ্যাপের স্টেটাসে শেয়ার করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে যে এই নয়া আপডেট হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্যই চালু হয়েছে। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসের প্রাইভেসি 


আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস কে বা কারা দেখতে পাবেন এবং কারা পাবেন না তা বেছে নেওয়ার সুযোগ রয়েছে আপনার হাতে। অ্যান্ড্রয়েড মাধ্যমে প্রথমে এই সুবিধা চালু ছিল। এবার আইওএস মাধ্যমেও ইউজারদের নিরাপত্তার জন্য এই পরিষেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ ছবি কিংবা ভিডিও অথবা ভয়েস নোট শেয়ার করার ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাসের দর্শকদের। এর ফলে ইউজারদের যাবতীয় ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ এবং সুরক্ষিত থাকবে, গোপনে থাকবে। অযাচিত কেউ আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাসে উঁকি দিতে পারবে না। এমনকি আপনার অপছন্দের কেউও আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবেন না। 


আরও পড়ুন- বড় সিদ্ধান্ত গুগলের ! ২০ জুন থেকে বন্ধ হয়ে যাবে এই অ্যাপ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।