Lava Smartphones: লাভা ইয়ুভা ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে। দাম কত হতে পারে?

Lava Yuva 5G Phone: ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। গোলাকার ক্যামেরা মডিউল হবে এটি। তার মধ্যে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাপোর্ট।

Continues below advertisement

Lava Smartphones: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে দেশীয় সংস্থা লাভা (Lava Phones)। এবার লঞ্চ হবে লাভা ইয়ুভা মডেল (Lava Yuva 5G Phone)। জানা গিয়েছে, এটি একটি ৫জি ফোন হতে চলেছে। ভারতের বাজারে যে লাভা ইয়ুভা ৫জি ফোন লঞ্চ হবে সেকথা আগেই জানিয়েছিল সংস্থা। এবার প্রকাশ্যে এল ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। এক্স মাধ্যমে লাভা সংস্থা একটি টিজার ভিডিও শেয়ার করেছে। সেখান থেকে লাভা ইয়ুভা ৫জি ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 

Continues below advertisement

ভারতে কবে লঞ্চ হবে লাভা ইয়ুভা ৫জি ফোন 

আগামী ৩০ মে দুপুর ১২টায় লাভা ইয়ুভা ৫জি ফোন লঞ্চ হবে ভারতে। এক্স মাধ্যমে লাভা সংস্থা তাদের নতুন ৫জি ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। অনুমান করা হচ্ছে, ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। 

এবার দেখে নেওয়া যাক লাভা ইয়ুভা ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে এবং কেমন দেখতে হবে এই ফোন 

  • এই ফোনে একটি হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। 
  • ভারতে লঞ্চের পর লাভা ইয়ুভা ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। কারণ অ্যামাজনের সাইটের এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে ইতিমধ্যেই। 
  • লাভা ইয়ুভা ৫জি ফোনে থাকতে চলেছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট কিংবা মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট। 
  • এক্স মাধ্যমে প্রকাশিত টিজার ভিডিও থেকে দেখা গিয়েছে লাভা ইয়ুভা ৫জি ফোনের ডিসপ্লের চারটি কোণ হবে গোলাকার এবং একটি ফ্ল্যাট ফ্রেম থাকতে চলেছে এই ফোনে। 
  • ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল। গোলাকার ক্যামেরা মডিউল হবে এটি। তার মধ্যে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাপোর্ট। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে লাভা ইয়ুভা ৫জি ফোনে। 
  • লাভা সংস্থার আসন্ন ৫জি ফোনের ব্যাক প্যানেল হতে চলেছে একটি গ্লাস ব্যাক এবং সেখানে থাকবে ম্যাট ফিনিশ। ফোনের রেয়ার প্যানেলে লাভা ব্র্যান্ড এবং ৫জি- এই কথা দু'টি লেখা থাকবে ব্যাক প্যানেলের নীচের দিকে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হতে পারে লাভা ইয়ুভা ৫জি ফোন। এর সঙ্গে যুক্ত থাকবে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম। 
  • ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে লাভা ইয়ুভা ৫জি ফোনে। 
  • এছাড়াও থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- প্রথমবার ভারতে 'সিনেম্যাটিক ভিশন'- এর ফোন লঞ্চ করতে চলেছে শাওমি, কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola