মোবাইলের দুনিয়ায় নয়া মডেল। নতুন ফোন আনতে চলেছে মোবাইলের দুনিয়ার অন্যতম অগ্রণী সংস্থা শাওমি (Xiaomi)। বুধবার ৯ মার্চ, শাওমি তাদের নতুন স্মার্টফোন মডেল রেডমি নোট ১১ প্রো সিরিজ (Redmi Note Pro 11 Series) এনেছে। নতুন ফোন বাজারে আনতে ফের ফিজিক্যাল লঞ্চ মডেলেই (physical launch) ফিরছে শাওমি। আর গোটা প্রক্রিয়া প্রচার হবে লাইভ। তার সঙ্গেই প্রস্তুতকারক সংস্থা সূত্রে খবর, এটিই Redmi Note সিরিজের সবচেয়ে ভাল ফোন।
শাওমি যে পদ্ধতিতে নতুন ফোন বাজারে আনার পরিকল্পনা করেছে, তা ২০২২ সালে দাঁড়িয়ে এখনও পর্যন্ত প্রথম। আশা করা হচ্ছে, শাওমির এই পদক্ষেপের ফলে আরও অনেকেই এই রাস্তা নিতে পারে। কীভাবে লঞ্চ হল নতুন ফোন? তা জানতে গেলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিঙ্কে।
Redmi Note Pro 11 Series-এ কী আছে?
একাধিক নতুন ফিচারের ছড়াছড়ি নতুন এই মডেলে। থাকছে ফ্ল্যাগশিপ ১০৮ মেগাপিক্সেল প্রো গ্রেড ক্যামেরা, রয়েছে 67W টার্বো চার্জের সুবিধে। ফোনের স্ক্রিনের দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। এই ফোনে থাকছে 120Hz সুপার অ্য়ামোলেড ডিসপ্লে, ১২০০ নিট পিক ব্রাইটনেস। ফোনে থাকছে সংস্থার সবচেয়ে নতুন সফটওয়্যার MIUI 13.
মনে করা হচ্ছে, এই সিরিজটাই ২০২২ সালের সবচেয়ে ভাল স্মার্টফোন সিরিজ হতে চলেছে। আপনি কী মনে করছেন?
আরও জানতে চোখ রাখুন
https://in.event.mi.com/in/redmi-note-11-pro-series