Asus ROG Phone 6: গেমারদের জন্য দারুণ খবর। আগামী ৫ জুলাই নতুন স্মার্টফোন নিয়ে আসছে তাইওয়ানের কোম্পানি আসুস। সেদিন Asus ROG Phone 6 লঞ্চ করবে কোম্পানি। মূলত, গেমারদের কথা মাথায় রেখেই আনা হচ্ছে এই ফোন।


Asus ROG Phone 6: একটি গেমিং স্মার্টফোন ঘিরে কৌতূহলের শেষ নেই গেমারদের মধ্যে। অধীর আগ্রহে এই ফোনের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এই ফোনের কিছু ফিচার ইতিমধ্যেই কিছু টেক সাইটে ফাঁস হয়েছে। এর বাইরেও কোম্পানি তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কিছু বৈশিষ্ট্য শেয়ার করেছে। এখানে সেই সব বৈশিষ্ট্যগুলি জানতে পারবেন আপনি। যা কোম্পানি নিজেই নিশ্চিত করেছে।


Asus ROG Phone 6 এর বৈশিষ্ট্য


আসুস জানিয়েছে যে Asus ROG Phone 6 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন প্রসেসর থাকবে।


Asus ROG Phone 6 ফোনটি 165 HZ রিফ্রেশ রেট পাবে ডিসপ্লেতে।
এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে।
এ ছাড়াও বলা হচ্ছে যে  Asus ROG Phone 6 ফোনে একটি পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।


ফোনের ডান পাশে পাওয়ার বটন ও ভলিউম রকার্স বটন পাওয়া যাবে।


Asus ROG Phone 6 স্মার্টফোনে 16 GB RAM থাকতে পারে।


ফোনটি একটি 6.78 ইঞ্চি স্ক্রিন সহ একটি AMOLED ডিসপ্লে-সহ দেখতে পাবেন।


Asus ROG Phone 6 ফোনটি 6,000 এমএএইচ ব্যাটারিতে চলবে। যা 65 ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট-সহ আসতে পারে।


Android 12 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে এই ফোন।


Asus ROG Phone 6: কতগুলি ভ্যারিয়েন্ট ফোনে ?
গতবার আগের সিরিজে ফোনের 3টি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে, আসুস তার ROG ফোনে 6 সিরিজের মাত্র 3 টি মডেল লঞ্চ করতে চলেছে। এখন আসল সত্যটা 5 July জুলাই জানা যাবে। আপনি যদি আসুস এর লঞ্চ ইভেন্টটি দেখতে চান, তাহলে কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইনে সরাসরি দেখতে পারবেন। তবে ভারতে Asus ROG Phone 6 কখন লঞ্চ করবে, তা জানায়নি করেনি কোম্পানি।


আরও পড়ুন : Hotwav W10: ১৫,০০০ এমএএইচের ব্যাটারি পাবেন এই ফোনে, দাম কত জানেন ?