Whatsapp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আর তাই ইউজাররা অনেকসময়েই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account) দুটো ডিভাইসে ব্যবহার করতে চান। অর্থাৎ দুটো ভিন্ন ডিভাইসে একই সময়ে হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) ব্যবহার করতে চান ইউজাররা। বর্তমানে অবশ্য একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একের বেশি ডিভাইসে একই সময়ে ব্যবহার করা যায়। এর পাশাপাশি আবার ফোনে নেট না থাকলেও অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট থাকবে ওয়েব হোয়াটসঅ্যাপ, ডেস্কটপ বা PC অথবা ম্যাকের ক্ষেত্রে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে এবার নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সময়ে একের বেশি ফোন একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ নতুন যে ফিচার আনতে চলেছে তার নাম কম্পানিয়ন মোড। মূলত হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি একের বেশি ডিভাইসের মধ্যে সিনক্রোনাইজের অপশন দেবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের মতো এই মেসেজিং অ্যাপেও আসতে চলেছে একাধিক ডিভাইসের সাপোর্ট। WABetaInfo জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সান ২.২২.১৫.১৩-তে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে।
বিশ্বের একপ্রান্তের মানুষের সঙ্গে খুব সহজে অন্য প্রান্তের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ সম্ভব এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবে এখন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময়ে একটা ডিভাইসের ব্যবহারযোগ্য। তাই আসতে চলেছে নতুন ফিচার। সেখানে নতুন কম্পানিয়ন মোডের সাহায্যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময় একের বেশি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপে আরও বেশ কয়েকটি নতুন ফিচার আসতে চলেছে। যেমন- আপনি যে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন তা সকলের থেকে আড়ালে রাখা যাবে। শুধু তাই নয় হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের মেয়াদ বেড়ে ২ দিন বা তার বেশি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে দুটো অপশন দেখতে পান ইউজাররা। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’ এই দুটো অপশন দেখে যায়। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এই অপশনের মেয়াদ ২ দিনের বেশি করতে চলেছে।
আরও পড়ুন- ট্যুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল ! আইনের ফাঁসে ইলন মাস্ক ?