নয়া দিল্লি: ভারতের মোবাইল বাজারে নাম পাওয়ার পর এবার নয়া ব্র্যান্ড আনছে রিয়েলমি। নিজেরাই সেই খবর জানিয়েছে এই চিনা সংস্থা। আগামী ২৫ মে 'ডি' দিয়ে শুরু হচ্ছে নতুন ব্র্যান্ডের নাম।


নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ডের বিষয়ে টিজার দেওয়া হয়েছে। যেখানে কোম্পানি জানিয়েছে, একটা Dream থেকেই নতুন Design-এর Discovery করতে চায় কোম্পানি। যা Development-এর মাধ্যমে অন্যদের থেকে Different Design দেবে। এই 'ডি' অক্ষরের ধাঁধার মধ্যেই লুকিয়ে রয়েছে সব।


নতুন ব্র্যান্ড প্রসঙ্গে কোম্পানির সিইও মাধব শেঠ বলেন, ''আর কদিনের অপেক্ষা। এরপরই বাজারে আসছে রিয়েলমি ইকোসিস্টেমের নতুন 'ডি' ব্র্যান্ড। ২৫মে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে এই ব্র্যান্ড। আমরা আশা করছি, সবার ভালোবাসা পাবে রিয়েলমির নতুন প্রোডাক্ট। যা অত্যাধুনিক মানের টেক প্রোডাক্টের চাহিদা মেটাবে।''


কোম্পানির তরফে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট দিনেই নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। লাইভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান সরাসরি দেখাবে রিয়েলমি। ভারতের বাজারে এই টেক কোম্পানির শেয়ার এখন বেশ ভালো। অতীতে ওপ্পো কোম্পানির থেকেই সাব ব্র্যান্ড হিসাবে তৈরি হয়েছিল রিয়েলমি। সেই সময় ফোন রিয়েলমির নামে হলেও ওপ্পোর চার্জার ব্যাবহার করত রিয়েলমি।


যদিও পরে পাকাপাকিভাবে নিজেদের মাদার কোম্পানি থেকে বেরিয়ে আসে রিয়েলমি। কম দামে মিডরেঞ্জে মোবাইল মার্কেট ধরে ফেলে চিনা কোম্পানি। একে একে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসতে শুরু করে তাদের ফোন। প্রথমে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করলেও পরে স্ন্যাপড্রাগনের দিকে ঝোঁকে এই ব্র্যান্ড। যার ফলে বিশ্ববাজারে বিশ্বাসযোগ্যতা বাড়ে রিয়েলমির। 


ভারতে এখন রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান খান। বলিউডের ভাইজানের সঙ্গে জুটি বাঁধায় প্রচারের ক্ষেত্রে সমস্যা হয়নি রিয়েলমির। ইতিমধ্যেই দেশের বাজারে সবথেকে কম দামে ফাইভ জি ফোন এনেছে কোম্পানি। লোয়ার রেঞ্জের পাশাপাশি মিড রেঞ্জ এমনকী ফ্ল্যাগশিপ ফোনেও এখন মার্কেট বেড়েছে কোম্পানির।