Google Gemini: গুগল জেমিনি (Google Gemini) এআই লঞ্চ হওয়ার পরেই বিপত্তি বাধল। এমন একটা কাজ করে বসল গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভারতের কেন্দ্র সরকার নোটিশ ধরানোর হুমকি দিতে বাধ্য হল। যে সে কাজ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত উত্তর দিয়ে এখন বিতর্কের কেন্দ্রে গুগলের এই এআই প্ল্যাটফর্ম গুগল জেমিনি। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এ নিয়ে গুগলকে (Google AI on Modi) নোটিশ পাঠাবে বলেও জানা যায়, আর তারপরেই তড়িঘড়ি এ বিষয়ে তৎপর হবে বলে জানিয়েছে গুগল।


একদিন আগেই সংবাদসূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদীকে ঘিরে সমস্যাজনক, আপত্তিকর এবং অনৈতিক মন্তব্য করা হয়েছে গুগলের জেমিনি এআইতে। তবে গুগল জানিয়েছে, এই ব্যবস্থা নিরন্তর এই ভুল ঠিক করার কাজ করছে।


কী ঘটেছিল


শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বক্তব্য কয়েকটি স্ক্রিনশট থেকেই সমস্যার সূত্রপাত। এক্স হ্যান্ডলে পোস্ট করা এই সমস্ত স্ক্রিনশট থেকেই দেখা যায় যে, গুগল জেমিনিকে (Google AI on Modi) প্রশ্ন করা হয়েছিল নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ফ্যাসিস্ট কিনা। এর উত্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে সেভাবে সরাসরি কিছু উত্তর দেয়নি গুগল জেমিনি। কিন্তু নরেন্দ্র মোদীর প্রসঙ্গে গুগল জেমিনি উত্তর দেয়, 'কিছু কিছু নীতি জোর করে চাপিয়ে দেওয়ার কারণে কয়েকজন বিশেষজ্ঞের মতে তিনি ফ্যাসিস্ট, এর মধ্যে বিজেপির হিন্দু জাতীয়তাবাদী মনোভাব এবং ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে হিংসার ব্যবহার উল্লেখ্য'। একই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের বেলায় করা হলে স্ক্রিনশটে দেখা যায় জেমিনি (Google Gemini) উত্তর দিয়েছে, 'নির্বাচন সবসময়েই খুব দ্রুত পরিবর্তনশীল কিছু তথ্যের সমাহার। একটি জটিল বিষয়। এক্ষেত্রে সবথেকে উপযুক্ত তথ্যটি পেতে গুগল সার্চ করুন।' গুগল জেমিনিকে যখন প্রশ্ন করা হয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ফ্যাসিস্ট কিনা, তার উত্তরে জেমিনি জানিয়েছে, 'ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্যাসিবাদী কি না তা অত্যন্ত জটিল ও বিতর্কিত প্রশ্ন। এর কোনও সহজ উত্তর নেই। বিষয়টিকে সূক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে ও বিভিন্ন দৃষ্টিকোণ বিবেচনার প্রয়োজন রয়েছে।'


কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী


জনৈক নেটিজেনের এই পোস্টের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর এক্স হ্যান্ডলে লেখেন, 'এক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইনের ৩ (১) বি ধারার সরাসরি লঙ্ঘন করা হয়েছে। একইসঙ্গে ক্রিমিনাল কোডেরও একাধিক লঙ্ঘন করা হয়েছে।' এ বিষয়ে গুগলের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করা হবে, সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।


তবে এই বিতর্কের মধ্যেই গুগলের (Google AI on Modi) তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টি কেন ঘটল, কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত এর সংশোধন করা হবে, সে বিষয়ে কাজও চলছে।   


আরও পড়ুন: General Knowledge Story: বিশ্বের প্রথম এটিএম থেকে প্রথম টাকা তোলেন এই ব্যক্তি, কে ইনি ?