Google Holiday 100: ২০২৩ সালের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। আর এই সময়ে রয়েছে অসংখ্য উৎসব (Celebrations)। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উৎসবে (Holiday Gifts) মেতে ওঠেন সাধারণ মানুষ। আর উৎসবের মরশুম যখন আছে তখন উপহারের কেনাকাটা তো হবেই। সেই নিরিখেই গুগলের (Google Holiday 100) তরফে নতুন ডেটা এবং টুলস প্রকাশ করা হয়েছে। এখানে মূলত দেখা যাবে ক্রেতারা কী কী ধরনের উপহার খুঁজে কিনতে চেয়েছেন। আর সেই অনুসারে বিক্রেতারাও ক্রেতাদের সামনে তাঁদের পছন্দসই উপকরণ সাজিয়ে দিতে পারবেন। ব্যবসায়িক পরিভাষায় বলা যায় সার্চ মার্কেটারদের জন্য গুগলের এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে ভোক্তাদের জন্য বিভিন্ন উপহার ও অফারের সূত্রে যুক্ত হতে পারবেন তাঁরা। গুগলের এই শপিং তালিকার পোশাকি নাম হলিডে ১০০ লিস্ট, যা একটি বার্ষিক ইভেন্ট। অর্থাৎ সারা বছরের নিরিখে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
বছরভর উৎসবের সময় দেওয়ার জন্য যেসব উপহার গুগলে সার্চ করা হয়েছে তার ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে। গুগল ট্রেন্ডিংয়ে যেসমস্ত উপহার নিয়ে বেশিবার সার্চ করা হয়েছে তার উপর নির্ভর করে গুগলের বার্ষিক হলিডে ১০০ লিস্ট তৈরি করা হয়েছে এবং এর উপর নির্ভর করে ট্রেন্ডে থাকা সেরা উপহারটি পছন্দের মানুষের জন্য বেছে নিতে পারবেন আপনি। হলিডে ১০০ লিস্ট যেহেতু নাম তাই এখানে ১০০ ট্রেন্ডিং প্রোডাক্টের সার্চের কথাই বলা হয়েছে। এর পাশাপাশি গুগল কর্তৃপক্ষ একটি হলিডে ডিল হাব লঞ্চ করেছে যার মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রোডাক্টের উপরে থাকা ছাড়ের ব্যাপারে জানা যাবে। ২০২৩ সালের উৎসবের মরশুমে কোন কোন উপহারের জন্য ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গিয়েছে সেটা বোঝা যাবে গুগলের প্রকাশিত এই তালিকা থেকে।
এমনিতেই গুগলের সার্চবার আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। খুঁটিনাটি যাবতীয় দরকারে আমরা গুগল সার্চ করি। কোনও শব্দের অর্থ বোঝা হোক, কোনও ঠিকানা খোঁজা হোক কিংবা রোজনামচার আরও অনেক কিছুই এক ক্লিকে পাওয়া যায় গুগল সার্চে। আর সেই সার্চ ট্রেন্ডিংয়ে থাকা ১০০টি উপহারের তালিকায় প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। অর্থাৎ এবার উৎসবের মরশুমে গুগলের সাহায্যে শপিংও সেরে ফেলতে পারবেন আপনি। ট্রেন্ডিং সার্চে কী কী উপহার রয়েছে তা জানিয়ে দিচ্ছে গুগল। আর সেখান থেকেই আপনি বেছে নিন পছন্দের উপহার। তারপর তা পৌঁছে দিয়ে প্রিয় মানুষের, ঘনিষ্ঠজনের কাছে।
আরও পড়ুন- ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমল? রইল তালিকা