Google One VPN: বন্ধ হতে চলেছে গুগলের আরও একটি পরিষেবা (Google Service)। জানা গিয়েছে, এবার গুগল বন্ধ করতে চলেছে তাদের ভিপিএন (Google VPN) পরিষেবা। গুগল ওয়ান সার্ভিসের (Google One VPN) মাধ্যমে পরিচালিত হয় এই ভিপিএন পরিষেবা। ২০২০ সালে গুগল এই সার্ভিস চালু করেছিল। লঞ্চের চার বছরের মাথায় এই পরিষেবা বন্ধ করতে চলেছে গুগল। অ্যান্ড্রয়েড অথরিটির মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, একটি ইমেলের মাধ্যমে জানা গিয়েছে যে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবা বন্ধ হতে চলেছে। তবে কবে গুগলের এই পরিষেবা বন্ধ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে হয়তো এই বছরের শেষদিকে বা এই বছরের পর গুগলের ভিপিএন পরিষেবা বন্ধ হতে চলেছে। 


কেন বন্ধ হয়ে যাচ্ছে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবা, জেনে নিন মূল কারণ 


প্রথমে গুগলের এই পরিষেবার খরচ ছিল মাসে ৯.৯৯ ডলার। এটি ছিল একমাসের সাবস্ক্রিপশনের খরচ। পরে তা কমিয়ে ১.৯৯ ডলার করা হয়। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ সর্বত্র উপলব্ধ রয়েছে গুগল ওয়ান- এর ভিপিএন সার্ভিস। কিন্তু খরচ কমানোর পরেও গুগলের পরিষেবা সেভাবে ব্যবহার করেননি ইউজাররা। আর সেই কারণেই বন্ধ হতে চলেছে গুগল এই পরিষেবা। গত বছর মার্চ মাসে গুগল ওয়ান- এর ভিপিএন পরিষেবার সাবস্ক্রিপশনের খরচ কমানো হয়েছিল। কিন্তু তার পরেও ইউজারদের মধ্যে গুগলের এই পরিষেবা নিয়ে বিশেষ আগ্রহ দেখা যায়নি। এমনটাই জানিয়েছে  9to5Google সংস্থা। 


আজ থেকে চার বছর আগে গুগল ওয়ান এই ভিপিএন পরিষেবা চালু করেছিল মূলত ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে। অ্যান্ড্রয়েড ইউজাররা যাতে অনলাইন মাধ্যমে একটু অতিরিক্ত নিরাপত্তা পান সেই জন্যই হাজির হয়েছিল গুগল ওয়েন ভিপিএন পরিষেবা। এর মাধ্যমে ইউজারদের ডেটাও সুরক্ষিত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গুগল কর্তৃপক্ষ। কিন্তু এত সুবিধার পরেও এই পরিষেবার প্রতি বিশেষ আগ্রহ দেখাননি ইউজাররা। আর যেহেতু চাহিদা নেই তাই এবার গুগল বন্ধ করতে চলেছে তাদের এই ভিপিএন পরিষেবা। 


আরও পড়ুন- ব্যবহার হওয়া ফোনের অংশ-বিশেষ দিয়ে সারানো যাবে আইফোন ! আসছে নতুন পরিষেবা 



 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।