স্যান ফ্রান্সিসকো: ভিড়ে ঠাসা জায়গার ঝক্কি পোহাতে হবে না। কেনাকাটার পাশাপাশি ছুটির দিন ফুরফুরে মেজাজ কাটাতে পারবেন গ্রাহক। সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে গুগল ম্যাপে (Google Maps) নতুন এই ফিচার এনেছে আমেরিকান টেক জায়ান্ট।
Google Maps Update: নতুন এই ফিচার অনুযায়ী, 'এরিয়া বিজিনেস' বা কোনও এলাকার ভিড় সম্পর্কে আগেই গ্রাহককে সতর্ক করবে গুগল ম্যাপ (Google Maps)। কোম্পানির তরফে জানানো হয়েছে, বিশেষ করে 'হলিডে শপারস' বা ছুটির দিনে গ্রাহকদের কেনাকাটার কথা মাথায় রেখেই আনা হয়েছে এই নতুন বৈশিষ্ট্য। এই ফিচার অনুযায়ী, 'বিজিনেস লাইভ ট্রেন্ড' দেখে শহর লাগোয়া বা শহরের কোনও জায়গার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন ইউজার।ভিড় দেখলেই সেই জায়গা এড়িয়ে যেতে পারবেন তিনি।
সম্প্রতি ব্লগে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে গুগল (Google)। কোম্পানির তরফে বলা হয়েছে, "আগামী দিনে প্রিয়জনের সঙ্গে চাপমুক্ত অবস্থায় আপনাকে দেখতে চায় গুগল। আমরা আপনাকে নিরাপদে রাখতে ও প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটাতে সাহায্য করব। সেই অনুযায়ী গুগল ম্যাপে নতুন ফিচার আনা হয়েছে। যা আপনাকে ভিড়ের জায়গা এড়িয়ে নিখুঁত হলিডে ব্রাঞ্চ স্পট খুঁজে পেতে সাহায্য করবে। সেই কারণেই নতুন Google Maps টুল চালু করছি আমরা৷''
Google Maps New Feature: তবে কেবল এই একটা ফিচার নয়। গ্রাহকদের জন্য আরও বেশকিছু নতুন টুল আনছে গুগল।সেই তালিকায় নাম রয়েছে 'ডিরেকটরির'। পথচলতি মানুষজনকে দ্রুত বড় ইমারত বা বিল্ডিং চিনিয়ে দেওয়াই এই 'ডিরেকটরির' কাজ। কোম্পানির মতে, গুগল ম্যাপে (Google Maps)এই ডিরেক্টরি ট্যাব অ্য়ান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে। সেই ব্যবস্থাই করেছে তারা।
আরও পড়ুন: SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়
গুগল(Google) জানিয়েছে, একবার এই ধরনের বিল্ডিং সম্পর্কে তথ্য হাতে এলেই সার্ভিস শুরু করে দেবে কোম্পানি। যেখানে বড় ইমারতে অলঙ্কার না খেলনার দোকান তা চিহ্নিত করতে পারবে গ্রাহক। এমনকী বিল্ডিংয়ে পার্কিং না গাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে তাও দেখিয়ে দেওয়া হবে গ্রাহককে। কেবল গুগল ম্যাপস-এর (Google Maps) ডিরেকটরিতে গেলেই সব সমস্যার সমাধান।
আরও পড়ুন : SBI Alert: এই কথা না শুনলেই টাকা হাপিস, বাঁচার পথ দেখাচ্ছে SBI
আরও পড়ুন: Mutual Funds: এক বছরে দুর্দান্ত রিটার্ন, ভরসা রাখুন এই 'ফান্ড অফ ফান্ডস'-এ