Map My India: সদ্যই গুগল ম্যাপ (Google Map) কর্তৃপক্ষ ভারতে তাদের পরিষেবা ‘স্ট্রিট ভিউ’ (Street View) চালু করেছে। সারা দেশে অবশ্য এই সার্ভিস চালু হয়নি। প্রাথমিক ভাবে ১০টি শহরে চালু হয়েছে গুগল ম্যাপ স্ট্রিট ভিউ (Google Map Street View) সার্ভিস। গুগল ম্যাপের এই সুবিধা চালু হওয়ার পরই পাল্লা দিতে ময়দানে হাজির হয়েছে ‘ম্যাপ মাই ইন্ডিয়া’ (Map My India)। এই সংস্থাও সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের ৩৬০ ডিগ্রি প্যানোর‍্যামিক স্ট্রিট ভিউ ফিচার (360-degree panoramic street view) যার নাম Mappls RealView তা চালু করছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই পরিষেবা পাওয়া যাবে ম্যাপ মাই ইন্ডিয়ার (Map My India) কনজিউমার ম্যাপিং পোর্টাল (Consumer Mapping Portal) Mappls- এর মধ্যে। ওয়েব ভার্সান (Web) ছাড়াও ইউজারদের জন্য থাকছে অ্যাপের (App) ব্যবস্থাও। Mappls অ্যাপ আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android), দুই ভার্সানেই উপলব্ধ।


কলকাতায় কি পাওয়া যাবে সুবিধা?


ম্যাপ মাই ইন্ডিয়া জানিয়েছে Mappls RealView হাজার হাজার কিলোমিটার রাস্তা পার করবে বিভিন্ন মেট্রোপলিটান শহরে এবং অন্যান্য এলাকায়। এই তালিকায় রয়েছে- গ্রেটার মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, গোয়া, পুণে, নাসিক, ঔরঙ্গাবাদ এবং আজমের। এইসব বড় শহরের আশপাশে যেসব তুলনায় ছোট শহর রয়েছে এবং হাইওয়ে এখানে এসে যুক্ত হয়েছে সেখানেও পাওয়া যাবে পরিষেবা। তবে কলকাতায় আপাতত এই সার্ভিসের সুবিধা নেই। ভবিষ্যতে চালু হবে কিনা তাও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারের সার্ভিসও এখন কলকাতায় নেই। তবে চলতি বছরের শেষের মধ্যে ৫০টি শহরে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে গুগল ম্যাপ সংস্থার। সেই তালিকায় কলকাতার নাম থাকবে বলে মনে করা হচ্ছে।


কী কী সুবিধা পাওয়া যাবে


ম্যাপ মাই ইন্ডিয়া- গুগল ম্যাপের প্রতিদ্বন্দ্বী এই সংস্থা জানিয়েছে তাদের স্ট্রিট ভিউ ফিচার বা পরিষেবা চালু হওয়ার ফলে ইউজাররা উল্লিখিত এলাকাগুলিতে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবেন। এর পাশাপাশি বিখ্যাত দর্শনীয় স্থান (ট্যুরিস্ট স্পট), কোনও ল্যান্ডমার্ক, সমুদ্রের ধারের বিচ, আবাসন এলাকা, অফিস টাওয়ার এবং আরও অনেক কিছু সম্পর্কেই জানা যাবে। থ্রিডি ছবি বা ম্যাপ দেখতে পাবেন ইউজাররা।


আরও পড়ুন- গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার চালু হল ভারতে, কী কী সুবিধা পাবেন?