ওয়াশিংটন: একেবারে নীরবে আত্মপ্রকাশ। টেক ব্লগাররা ভেবেছিলেন, ফোন আসবে অগাস্টের শেষ সপ্তাহে। দেখা গেল, তার আগে বিশ্ব বাজারে লঞ্চ হয়ে গেল Google Pixel 5a 5G।
দাম কমলেও পরিবর্তন দেখা গেল না তেমন। Google Pixel 4a 5G-র ডিজাইন ল্যাঙ্গোয়েজ বজায় থাকল নতুন ফোনে। গত বছর সেপ্টেম্বরে এই ফোন এসেছিল বাজারে। এবার সেই ধরনের ফোন আনলেও ডিসপ্লে সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন মডেলের। ধুলো ও জল প্রতিরোধের পাশাপাশি বড় ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে।Google Pixel 5a 5G-তে বক্সের ভিতরেই চার্জার দেওয়া হলেও গুগল পিক্সেল ৬-এ তা থাকবে না বলে জানা গিয়েছে।
Google Pixel 5a 5G-এর দাম
নতুন গুগল ফোনের দাম রাখা হয়েছে ৪৪৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩৩,৪০০ টাকা। ফোনের ৬জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম রাখা হয়েছে। কেবল একটি রঙেই পাওয়া যাবে এই ফোন।মডেলের নাম রাখা হয়েছে 'মোস্টলি ব্ল্যাক' মানে প্রায় কালো। বর্তমানে কেবল প্রি অর্ডারে আমেরিকা ও জাপানে পাওয়া যাবে এই ফোন। অগাস্টের ২৬ তারিখ থেকে পাওয়া যাবে এই নতুন মডেল।
Google Pixel 5a 5G-এর স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড ইলেভেনে চলবে Google Pixel 5a 5G। ফোনের ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৩৪ ইঞ্চি।ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে নিয়ে অভিযোগ থাকার কথা নয় ক্রেতাদের। ৬০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হয়েছে ফোনে।Google Pixel 4a 5G-র ডিসপ্লে ছিল ৬.২ ইঞ্চি। সেই জায়গায় সামান্য বাড়ানো হয়েছে ডিসপ্লে। তবে আগের Qualcomm Snapdragon 765G প্রসেসর থাকছে ফোনে। ৬জিবির সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ফোনে।
কী ধরনের ক্যামেরা সেটআপ ?
আগের ফোনের মতোই নতুন Google Pixel 5a 5G-তে রয়েছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।সেকেন্ডারি ক্যামেরা হিসাবে রয়েছে, ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির ক্ষেত্রেও সেরকম বদল করা হয়নি ফোনে। রয়েছে ৮ মেগার সেলফি ক্যামেরা। তবে এবার ৪৬৮০ এমএএইচের ব্যাটারি দিয়েছে গুগল।