Google Pixel: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6a) এবং গুগল পিক্সেল বাডস প্রো (Pixel Buds Pro)। এবার দেশে এই দুই ডিভাইসের বিক্রি শুরু হয়েছে। ২৮ জুলাই থেকে ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল সিরিজের নতুন ফোন এবং ইয়ারবাডস। একনজরে দেখে নেওয়া যাক টেক জায়ান্ট গুগলের এই দুই প্রোডাক্টের দাম ও বিভিন্ন অফার।
ভারতে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম
গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪৩,৯৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Chalk, Charcoal, Sage--- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ ফোন।
ভারতে গুগল পিক্সেল বাডস প্রো- এর দাম
ভারতে গুগল পিক্সেল বাডস প্রো- এর দাম ১৯,৯৯০ টাকা। চারকোল, কোরাল, ফগ এবং লেমনগ্রাস- এই চারটি রঙে পাওয়া যাবে গুগল পিক্সেল বাডস প্রো।
গুগল পিক্সেল ৬এ ফোন কেনার ক্ষেত্রে বিভিন্ন অফার
ফ্লিপকার্টের তরফে গুগল পিক্সেল ৬এ ফোন কেনার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকলে ২২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। ইএমআইতেও ফোন কেনার ব্যবস্থা রয়েছে। সেখানে কিস্তি শুর হয় ১৫০৪ টাকা থেকে। এছাড়াও কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য। যদি এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনবেন ভাবেন তাহলে ১৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। গুগল পিক্সেল ৬এ ফোন কেনার সময় ক্রেতারা গুগল নেস্ট হাব জেন ২, পিক্সেল বাডস এ সিরিজ, ফিটবিট ইনস্পায়ার ২ কিনতে পারেন ৪৯৯৯ টাকায়। তবে ফোনের সঙ্গেই কিনতে হবে এইসব ডিভাইস। এর পাশাপাশি তিন মাসের জন্য ইউটিউব প্রিমিয়াম এবং গুগল ওয়ান ফ্রি পরিষেবা উপভোগ করার সুযোগও থাকছে গ্রাহকদের কাছে। ফোনের মধ্যেই অর্থাৎ গুগল পিক্সেল ৬এ ফোনের ক্ষেত্রেই এইসব সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন- ভারতে এল নতুন বাজেট ফোন রেডমি ১০এ স্পোর্ট, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন