সৌভিক মজুমদার, কলকাতা: রসিকা জৈনের (rasika jain) অস্বাভাবিক মৃত্যু (mysterious death) মামলায় সিঙ্গল বেঞ্চের (single bench) রায় বহাল রাখল (upheld) ডিভিশন বেঞ্চ (division bench)।রসিকার স্বামী কুশল আগরওয়ালের আবেদন খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলার তদন্তভার থাকবে সিটের হাতেই। সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার। দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত হয় সিট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রসিকা জৈনের স্বামী কুশল আগরওয়াল। শ্বশুরবাড়ির সদস্যরা রসিকাকে পরিকল্পনামাফিক খুন করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি গ্রেফতার করা হয় রসিকার স্বামী কুশল আগরওয়ালকে।
গ্রেফতার রসিকার স্বামী...
রসিকার রহস্য়মৃত্যুতে সপ্তাহদুয়েক আগেই কুশলকে গ্রেফতার করে সিট। তরুণীর রহস্যমৃত্যুর প্রায় বছরদেড়েক পরে তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও রসিকার স্বামী কুশল আগরওয়াল আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরেই আলিপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিট।
বিয়ের এক বছর পেরোতেই রহস্যমৃত্যু...
বিয়ের এক বছর পেরোতেই আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যু হয়। গত বছর ১৬ ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা জৈনের দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে অনুমান করা হয়েছিল, চারতলা থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতি হয়েছেন রসিকা। কিন্তু খুব দ্রুত পট পরিবর্তন হয়। মৃত্যুর পরপরই রসিকার মা-বাবা, জামাই ও শ্বশুড় বাড়ির লোকের দিকে আঙুল তোলে। রসিকার বাবা জানিয়েছিলেন, অনেক দেখাশোনার পরই শিল্পপতি কুশল আগরওয়ালের সঙ্গে রসিকা জৈনের বিয়ে হয়েছিল। কিন্তু একবছর পার করার আগেই পরিস্থিতি বদলে যায়। রসিকার সংসার সুখের হয়নি, বলেই জানিয়েছেন মেয়ের বাবা। তাঁর দাবি, ঘটনার মিনিট পনেরো আগেই মেয়ে তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন, 'আর অত্যাচার সহ্য করতে পারছি না'।
তার পর সব শেষ।
আরও পড়ুন:'ব্যাঙ্ক অব মমতা, এখানে চোরাই মাল রাখা হয়' পার্থ ইস্যুতে বিস্ফোরক অধীর